অনুমতি ছাড়াই গ্রাহকের ব্যক্তিগত তথ্য পৌঁছেছে চিনে! অভিযোগ Xiaomi’র বিরুদ্ধে

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 1 মে 2020 18:13 IST
হাইলাইট
  • 'ইনকগনিটো' মোডের তথ্যও পাঠানো হচ্ছে
  • কোন কোন স্ক্রিন ব্যবহার হচ্ছে জানতে থাকে Xiaomi
  • পরিচয় গোপন রেখে ব্রাউজিং ডেটা সংগ্রহ করে কোম্পানিটি

ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi

Xiaomi'র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠলো। গ্রাহকের ব্রাউজিং ডেটা নিঃশব্দে চিনে পাঠাচ্ছে সংস্থাটি। সম্প্রতি এক ইন্টারনেট সুরক্ষা সংস্থা ভারতের এক নম্বর স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছে। জানানো হয়েছে চিনে আলিবাবার সার্ভারে গ্রাহকের ব্রাউজিং ডেটা পাঠায় বেজিংয়ের কোম্পানিটি। স্মার্টফোনের সঙ্গে থাকা ওয়েব ব্রাউজারের তথ্যের সঙ্গেই ‘ইনকগনিটো' মোডের ব্রাউজিং ডেটাও চিনে পাঠাচ্ছে Xiaomi। এই অভিযোগ খারিজ করে দিয়ে Xiaomi জানিয়েছেন গ্রাহকের পরিচয় গোপন রেখে ব্রাউজিং ডেটা সংগ্রহ করা হলেও তা অন্য কোম্পানির সঙ্গে শেয়ার করা হয় না।

ইন্টারনেট সুরক্ষা গবেষক গাবি সার্লিগ ও অ্যান্ড্রু টিয়ের্নি Xiaomi ফোনের সুরক্ষা গাফিলতি সামনে এনেছেন। তাঁরা জানিয়েছেন গ্রাহকের সম্মতি না নিয়েই ব্রাউজিং ডেটা সংগ্রহ করছে চিনের কোম্পানিটি। সম্প্রতি জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্টে এই কথা জানানো হয়েছে। সার্লিগ জানিয়েছেন তাঁর Redmi Note 8 ফোনের ব্রাউজিং ডেটা Alibaba সার্ভারে পাঠিয়েছে Xiaomi।

গবেষকরা জানিয়েছেন Xiaomi ফোনে সুরক্ষায় গাফিলতির জন্য ব্যক্তিগত জীবনের গোপনীয় তথ্য ফাঁস হয়ে গিয়েছে। Mi ও  Redmi  ফোনে এই জন্য অতিরিক্ত ফিচার যোগ করেছে Xiaomi। সার্লিগ আরও বলেন, ব্রাউজিং ডেটা ছাড়াও স্মার্টফোনে কোন ফোল্ডার ওপেন করেছেন সেই তথ্য সংগ্রহ করেছে কোম্পানিটি। এছাড়াও স্মার্টফোনের কোন কোন স্ক্রিন ব্যবহার হচ্ছে সেই তথ্য চুপিচুপি পাচার করেছে Xiaomi। রাশিয়া ও সিঙ্গাপুরের সার্ভারে এই সব তথ্য পাচার হচ্ছে বলে অভিযোগ।

যদিও এটা নির্দিষ্ট কোন মডেলের সমস্যা নয়। Redmi Note 8 ছাড়াও একাধিক Xiaomi ফোন থেকে তথ্য পাচারের হদিস পেয়েছেন সার্লিগ। Mi 10, Redmi K20 ও Mi Mix 3-এর মতো ফোনগুলির সুরক্ষায় গাফিলতি দেখিয়ে দিয়েছেন এই গবেষক।

এছাড়াও সার্লিগ ও টিয়ের্নি জানিয়েছেন Google Play Store থেকে Xiaomi Browser ডাউনলোড করলেও একই সমস্যা থেকে যাচ্ছে। Play Store থেকে প্রায় দেড় কোটি বার এই ব্রাউজার ডাউনলোড হয়েছে।

গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের অভ্যাস বোঝার জন্য এই ডেটা সংগ্রহ করে থাকতে পারে বেজিংয়ের সংস্থাটি। সম্প্রতি এই জন্য স্টার্ট আপ ডেটা অ্যানালিটিক্স কোম্পানি Sensor Analytics-এর সঙ্গে হাত মিলিয়েছিল Xiaomi। সার্লিগ ও টিয়ের্নি যে সার্ভারের খোঁজ পেয়েছেন সেখানে Sensor Analytics-এর যোগ রয়েছে।

48MP ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 9: দাম ও স্পেসিফিকেশন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

গবেষকদের এই দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছে Xiaomi। ফোর্বস ম্যাগাজিনকে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, “এই গবেষণার ফল সঠিক নয়।” কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে গ্রাহকের সুরক্ষা ও গোপনীয়তায় সবথেকে বেশি জোর দেওয়া হয়। যদিও পরিচয় গোপন রেখে ব্রাউজিং ডেটা সংগ্রহের কথা স্বীকার করে নিয়েছে Xiaomi। গ্রাহকের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও ভালো করতেই এই কাজ করা হয় বলে জানিয়েছে কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, MIUI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে
  2. মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে
  3. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
  4. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  5. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  6. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
  7. সস্তায় 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Moto G06 Power, দাম 7,500 টাকার কম
  8. Vivo V60e দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারি সঙ্গে ভারতে লঞ্চ হল
  9. India's Richest YouTuber: ভিডিও বানিয়ে 665 কোটির মালিক, ভারতের সবথেকে ধনী ইউটিউবার কে জানেন?
  10. অবিশ্বাস্য ফিচার সহ আসছে iQOO Neo 11, থাকবে 7,500mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.