ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল - পেয়ে যাবেন বিভিন্ন জিনিসের দামের উপর নজরকাড়া ছাড়

ফ্লিপকার্ট ব্যাবহারকারীদের জন্য দূর্দান্ত সুযোগ পেয়ে যাবেন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলেতে শীঘ্র প্রবেশাধিকার

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল - পেয়ে যাবেন বিভিন্ন জিনিসের দামের উপর নজরকাড়া ছাড়

Photo Credit: Flipkart

Flipkart Big Billion Days sale date revealed

হাইলাইট
  • শুরু হতে চলেছে 2024 সালের ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল
  • ফ্লিপকার্ট প্লাসের সদস্যরা পেয়ে যাবেন এই সেলের মাধ্যমে ক্রয় করার অগ্র
  • সাধারণের জন্য সেলটি 27সে সেপ্টেম্বর থেকে শুরু হবে
বিজ্ঞাপন

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে এর জন্য অপেক্ষা করে আছেন, আর চিন্তা নেই, আমরা আজ জানাতে চলেছি এটি ঠিক কবে শুরু হতে চলেছে। ই-কমার্স কোম্পানিটি তাদের 2024 সালের সব থেকে বড় সেল শুরু করতে চলেছে। তারা এবার ফ্লিপকার্ট প্লাসের সদস্যদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছে। একমাত্র ফ্লিপকার্ট প্লাস এর গ্রাহকদের এই সেলে তাড়াতাড়ি ক্রয় করার সুযোগ দেওয়া হতে চলেছে। তাই দেরি না করে এক্ষুনি দেখে নিন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে-এর তারিখ এবং জেনে নিন কিভাবে ফ্লিপকার্ট প্লাসরে সদস্যপদের সুযোগ পাবেন।

2024 সালের ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে- এর সেলের তারিখ:

ফ্লিপকার্ট তাদের 2024 সালের বিগ বিলিয়ন ডে সেলের জন্য একটি microsite তৈরী করেছে। এই সাইটটি সেল শুরু করার সময় উন্মুক্ত করা হবে।
উল্লেখযোগ্য ভাবে ফ্লিপকার্ট প্লাস এর গ্রাহকদের জন্য এই সেলেটি 2024 সালের 26 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে।
অন্যদিকে সাধারণ ব্যাবহারকারীদের জন্য এই সেলটি 27-সে সেপ্টেম্বর শুরু হবে।

সাধারণত এই বিগ বিলিয়ন ডে সেলটি শরৎকালে ভারতের উৎসবের মরশুমে শুরু করা হয়। 2023 সালে বিগ বিলিয়ন ডে সেলটি শুরু হয়েছিল 8ই অক্টোবর।
কিন্তু এবার এই সেলটি তাড়াতাড়ি শুরু করা হয়েছে।

যদি কোনো ব্যবহারকারী এটির শীঘ্র প্রবেশাধিকার পেতে চায়, তাহলে নিম্নলিখিত বিষয়গুলো অনুসরন করতে হবে।

কীভাবে ফ্লিপকার্ট প্লাসের সদস্য হওয়ার সুযোগ পাওয়া যাবে:

ফ্লিপকার্ট প্লাসের সদস্য হওয়ার জন্য ব্যাবহারকারীদের অবশ্যই বিগত 365 দিনের মধ্যে 4টি সফল লেনদেন করতে হবে।
অন্যদিকে ফ্লিপকার্ট প্লাসের প্রিমিয়ামের সদস্য হওয়ার জন্য ব্যাবহারকারীদের অবশ্যই বিগত 365 দিনের মধ্যে 8টি সফল লেনদেন করতে হবে।

এই সেল উৎসবের তাড়াতাড়ি প্রবেশাধিকারের পাশাপশি ফ্লিপকার্ট প্লাসের সদস্যরা প্রতিটি কেনাকাটার সাথে 2x সুপারকয়েন পান এবং বিশেষ অনুপ্রাণনা পেয়ে থাকেন।

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডের সেলে প্রত্যাশিত ডিলস এবং অফার:

এখনো পর্যন্ত ফ্লিপকার্ট ডিল সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি, তাই চলুন আগের বছরের অফার গুলোই একবার দেখে নেওয়া যাক -

1.ইলেকট্রনিক জিনিসপত্র এবং এই সম্পর্কিত জিনিসপত্রের উপর 50 থেকে 80 শতাংশ পর্যন্ত ছাড়।
2. টিভি এবং অন্যান্য যন্ত্রপাতি কেনা দামের উপর 80 শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়াও 4K টিভি এবং ফ্রিজের উপর 75 শতাংশ ছাড় পাওয়া যাবে।
3. এছাড়াও গ্রাহকরা বিভিন্ন ধরনের এবং দামের পণ্যের উপর ছাড়ের আশা করতে পারেন।
4. এখানে বিভিন্ন ধরনের পরিবর্তনের অফার, No Cost EMI, ব্যাংক অফার, ক্যাশব্যাক, কুপন এবং কেনাকাটার জন্য অন্যান্য বিকল্পও আছে।

কোম্পানীর মতে এই বিগ বিলিয়ন ডে সেলটি, ফ্লিপকার্টের সব থেকে বড় সেল, যেখানে বিভিন্ন পণ্যের উপর নজরকাড়া এবং বড় ছাড় দেওয়া হয়।

আপনাদের এই সেল সম্বন্ধিত আরো বিস্তারিত আকর্ষণীয় তথ্য জানবো,তাই সঙ্গে থাকুন।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff
 ...অধিক
        
    

সম্পর্কিত খবর

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Infinix Hot 60 5G+ মাত্র 10,499 টাকায় বাজারে এল, সঙ্গে 2,999 টাকার গিফট ফ্রি
  2. আর কিছু দিন অপেক্ষা করুন, 2025 সালেই Samsung বদলে দেবে স্মার্টফোনের দুনিয়া
  3. কথা বলুন প্রাণভরে, Airtel সবচেয়ে সস্তায় আনলিমিটেড কলিং রিচার্জ প্ল্যান নিয়ে এল
  4. Lava Blaze সিরিজের দুটি দুর্ধর্ষ ফোন লঞ্চ হচ্ছে, থাকবে AMOLED ডিসপ্লে ও 64MP ক্যামেরা
  5. Lenovo Yoga Tab Plus ভারতে 16GB র‍্যাম, 12 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  6. মাত্র 13,000 টাকায় কিনুন গেমিং স্মার্টফোন, শুরু হল Tecno Pova 7 5G সিরিজের সেল
  7. ECG থেকে প্রেশার মাপা সবই করবে হাতের ঘড়ি! লঞ্চ হল Samsung Galaxy Watch 8, Watch 8 Clasic
  8. ফোল্ডেবল ফোনের শখ মেটাতে সাশ্রয়ী মূল্যে ভারতে এল Samsung Galaxy Z Flip 7 FE
  9. Samsung Galaxy Z Fold 7 বাজার কাঁপিয়ে 16 জিবি র‍্যাম ও 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল
  10. Samsung Galaxy Z Flip 7 ফোল্ডেবল স্মার্টফোনের দুনিয়ায় ঝড় তুলে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »