Ola Electric-এর তৃতীয় প্রজন্মের স্কুটারগুলি 2025 সালের আগস্ট মাসের পরিবর্তে সামনের সপ্তাহে লঞ্চ করা হবে

সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে Ola Electric-এর নতুন ইলেকট্রিক স্কুটার

Ola Electric-এর তৃতীয় প্রজন্মের স্কুটারগুলি 2025 সালের আগস্ট মাসের পরিবর্তে সামনের সপ্তাহে লঞ্চ করা হবে

Photo Credit: Ola Electric

Teaser image (pictured above) hints at a design similar to the Ola S1 Pro

হাইলাইট
  • Ola তৃতীয় প্রজন্মের স্কুটারের লঞ্চের সময়সীমা 2025-এর আগস্ট মাস থেকে জ
  • কোম্পানি উন্নতমানের নির্ভরযোগ্যতা, গুণমান এবং সার্ভিসের প্রতিশ্রুতি দিয
  • নতুন গঠনের মাধ্যমে দাম কমানোর এবং পাওয়ার ডেন্সিটি বাড়ানোর কথা বলা হয়
বিজ্ঞাপন

Ola Electric বিগত বুধবার ঘোষণা করেছে যে, তারা তৃতীয় প্রজন্মের প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আগামী সপ্তাহে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। প্রথমবার আগস্টে উন্মোচিত, এই EV Gen 3 প্ল্যাটফর্ম আগের প্রজন্মের বৈদ্যুতিক স্কুটারের তুলনায় নির্ভরযোগ্যতা, গুণমান এবং সার্ভিসিংয়ে উন্নতি এনে দেবে বলে দাবি করা হয়েছে।

নতুন প্রজন্মের প্রোডাক্টগুলি 2025 সালের আগস্ট মাসে লঞ্চ করার কথা ছিল কিন্তু কোম্পানির তাদের লঞ্চের সময়সীমা এগিয়ে নিয়ে এসেছে এবং আগামী সপ্তাহে নতুন স্কুটারগুলি লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে।

Ola Electric Gen 3 প্ল্যাটফর্মের স্কুটার:

একটি X-পোস্টের মাধ্যমে CEO Bhavish Aggarwal ঘোষণা করেছে যে, তাদের Gen 3 EV স্কুটারগুলির আগামী 31 সে জানুয়ারি ভারতীয় সময় অনুযায়ী সকাল 10:30টায় লঞ্চ করার জন্য পরিকল্পনা করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন যে, তাদের নতুন প্লাটফর্মটি দ্বিতীয় প্রজন্মের প্রোডাক্টের তুলনায় ডিজাইন, ফিচার এবং কার্যক্ষমতার দিক থেকে উন্নত হয়ে এসেছে। প্রকাশিত টিজারের ছবিতে স্কুটারটির ডিজাইনের ঝলক দেখা যায়, যা কোম্পানির অন্যান্য মডেলের সঙ্গে মিল রয়েছে, বিশেষ করে Ola S1 Pro-এর সাথে।

কোম্পানি দাবি করেছে যে, তাদের Gen 3 ইলেকট্রিক স্কুটারগুলি প্রযুক্তি গত দিক থেকে উন্নত তৈরি করা হয়েছে, যেমন - নির্ভরযোগ্যতার, গুণমান এবং সার্ভিসেবিলিটি, যা নিয়ে কোম্পানি বিগত কিছু মাসে এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল। বলা হয়েছে যে, “হাব মোটর” ইলেকট্রিক স্কুটারের একটি বিশেষ উপাদান যা গুণমানের সমস্যাগুলি তৈরি করে।

Ola Electric বলেছে যে, একটি সম্পূর্ণ মিড-মাউন্ট সেট করার মাধ্যমে তারা এই সমস্যাটির নিবারণ করেছে। এটি শুধুমাত্র খরচ কমায় তা নয় পাশাপাশি উল্লেখযোগ্যভাবে গুণমানকেও উন্নত করে তোলে।

Agarwal বলেছে যে, Gen 3 প্লাটফর্মটি সাশ্রয়ের ক্ষেত্রে 20% খরচ কমাতে সাহায্য করবে। এটি মোটর প্ল্যাটফর্ম দ্বারা পুনরায় ডিজাইন করার জন্য সম্ভব হয়েছে, যেটি শুধুমাত্র খরচ কমায়নি, পাওয়ার ডেন্সিটিও বৃদ্ধি করেছে। অন্যদিকে ইলেকট্রনিক প্লাটফর্মটি ECU-এর নম্বর কমানোর জন্য পুনরায় ডিজাইন করেছে এবং একটি বোর্ডের মধ্যে তাদেরকে প্রতিস্থাপিত করেছে। Ola Electric, তাদের ব্যাটারীর প্লাস্টিকের স্তরগুলি বাদ দিয়ে, ব্যাটারীর ডিজাইনটি পরিবর্তন করেছে।

উপরোক্ত সমস্ত সংযুক্তিকরণের ফলে দাবি করা হয়েছে যে এটি অনেক সাশ্রয়ী হবে। এছাড়াও কোম্পানির পরবর্তী লক্ষ্য হলো বেশ কিছু উপদানের নিজস্ব উৎপাদন শুরু করা, যা বর্তমানে বাইরে থেকে কিনতে হচ্ছে এবং কারখানার খরচ কমানোর জন্য বাড়তি স্বচালন ব্যবস্থার পাশাপাশি অন্যান্য উন্নয়নও করা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

সম্পর্কিত খবর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  2. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  3. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  4. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
  5. iQOO 15 ভারতে 100W ফাস্ট চার্জিং, 16GB র‍্যাম ও 100x জুম ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Lava Agni 4-এর সেল শুরু, 2000 টাকা ছাড়ে মিলছে সবথেকে শক্তিশালী স্বদেশি স্মার্টফোন
  7. 2025 সালের শেষে ধামাকা অফার, Google এর ফোল্ডেবল ফোন 53,000 টাকা সস্তা হল
  8. দুর্ধর্ষ ফিচার্সের iQOO 15 রাত পোহালে দেশে লঞ্চ হবে,দাম-ফিচার্স কেমন হবে জেনে নিন
  9. Realme GT 8 Pro-এর সেল শুরু, 200MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির স্মার্টফোন 5000 টাকা ছাড়ে মিলছে
  10. Oakley Meta Glasses: মেটার AI চশমা স্মার্টফোনের যাবতীয় কাজ করবে, পয়লা ডিসেম্বর ভারতে আসছে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »