কেন্দ্রীয় সরকার নতুন ধরনের ATM আনার কথা ভাবছে, যেখানে 10, 20, ও 50 টাকার নোট পাওয়া যাবে৷
Photo Credit: Unsplash/Ali Mkumbwa
Govt plans hybrid ATMs to dispense RS. 10, 20, 50 currency notes
বাজারে এখন ছোট নোটের আকাল। বেশিরভাগ ATM থেকে 500 ছাড়া 100 বা 200 টাকার নোট পাওয়া যায় না। ডিজিটাল পেমেন্টের চল বাড়লেও এখনও প্রচুর দোকানে অনলাইনে টাকা দেওয়ার সুবিধা নেই। ফলে জিনিসপত্র কিনে 500, 100, কিংবা 200 টাকার নোট ভাঙাতে গেলে শুনতে হচ্ছে, খুচরো দিন। আমজনতার এই অসুবিধা দূর করতে নতুন উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বাজারে ছোট নোটের যোগান বাড়াতে নতুন ধরনের এটিএম আনার কথা ভাবছে কেন্দ্র, যেখানে 10, 20, এমনকি 50 টাকার নোট পাওয়া যাবে৷ একে বলা হচ্ছে হাইব্রিড এটিএম (Hybrid ATM)।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মুম্বইয়ে পাইলট প্রকল্পের অধীনে একটি কম অঙ্কের নোট দেওয়ার হাইব্রিড এটিএম পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হচ্ছে। ট্রায়াল সফল হলে এই এটিএম গোটা দেশে চালু করা হবে। মুলত বাজার, হাসপাতাল, সরকারি দপ্তর, বা যাতায়াতের গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে জনসমাগম এবং লেনদেন বেশি হয়, এমন স্থানে হাইব্রিড এটিএম বসানো হতে পারে।
এমন কিছু হাইব্রিড এটিএম নিয়েও ভাবনা চলছে, যেখানে বড় অঙ্কের নোট জমা দিয়ে ছোট নোট নেওয়া যাবে।সূত্রের আরও দাবি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে আরও বেশি পরিমাণে ছোট অঙ্কের নোট ছাপানোর অনুরোধ জানানো হতে পারে। এর ফলে বাজারে খুচরো নোটের ঘাটতি কমবে ও নগন লেনদেন সুবিধার হবে।
বর্তমানে মূল্যের দিক থেকে সবচেয়ে বড় নোট হল 500 টাকার। কিন্তুু বেশিরভাগ দোকানদার 500 টাকার নোট ভাঙিয়ে দিতে হিমশিম খাচ্ছেন। আধা-শহর এবং গ্রামীণ এলাকায় ভোগান্তি আরও বেশি। কারণ এই সমস্ত জায়গায় নগদে বেশি লেনদেন হয়।
মিন্ট-কে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাঙ্ক কর্তা বলেছেন, শুধু হাইব্রিড এটিএম বসালেই সমস্যার সমাধান হবে না, যদি তার সঙ্গে ছোট নোট ছাপানো, লজিস্টিকস, এবং রিসার্কুলেশন সমানতালে বাড়ানো না হয়। গ্রান্ট থর্টনের পার্টনার এবং ফাইন্যান্সিয়াল পরিষেবার রিস্ক লিডার বিবেক আইয়ারের মতে, দেশজুড়ে হাইব্রিড এটিএম বসানো ব্যাঙ্কগুলির জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নাও হতে পারে। তাই এটি নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ রাখা উচিত।
বিশেষজ্ঞরা বলছেন, যে সব অঞ্চলে এখনও ডিজিটাল পেমেন্টের পরিকাঠামো সেভাবে প্রসারিত হতে পারেনি — বিশেষ করে গ্রামীণ ও আধা শহর এলাকায়, সেখানে কম অঙ্কের নোট দেওয়ার মেশিন বসানো সঠিক কৌশল হতে পারে। তবে ছোট নোটের জোগান সমস্ত জায়গাতেই বৃদ্ধি করা উচিত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন