8 ইঞ্চি ও 10.1 ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে Honor Pad 5। আগামী মাস থেকে ভারতে এই ট্যাবলেট দুটি বিক্রি শুরু হবে। নতুন ট্যাবলেটে থাকছে FHD+ ডিসপ্লে, ডুয়াল স্টেরিও স্পিকার।
Honor Pad 5 ( 10.1 ইঞ্চি) এর দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে
ভারতে দুটি নতুন Android ট্যাবলেট লঞ্চ করেছে Huawei এর সাব ব্র্যান্ড Honor। 8 ইঞ্চি ও 10.1 ইঞ্চি ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে Honor Pad 5। আগামী মাস থেকে ভারতে এই ট্যাবলেট দুটি বিক্রি শুরু হবে। নতুন ট্যাবলেটে থাকছে FHD+ ডিসপ্লে, ডুয়াল স্টেরিও স্পিকার। একই ইভেন্টে ভারতে Honor 20, Honor 20 Pro আর Honor 20i ফোনগুলি লঞ্চ হয়েছে।
8 ইঞ্চি আর 10.1 ইঞ্চি ডিসপ্লে সহ দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে Honor Pad 5। 3GB + 32GB স্টোরেজ আর 4GB + 64GB স্টোরেজ অপশনে পাওয়া যাবে Honor Pad 5। 8 ইঞ্চি ডিসপ্লে 3GB + 32GB স্টোরেজে Honor Pad 5 এর দাম 15,499 টাকা। 4GB + 64GB স্টোরেজে Honor Pad 5 (8 ইঞ্চি) এর দাম 17,499 টাকা। 10.1 ইঞ্চি ডিসপ্লে সহ 3GB + 32GB স্টোরেজে Honor Pad 5 এর দাম 16,999 টাকা। 4GB + 64GB স্টোরেজ অপশনে Honor Pad 5 (10.1 ইঞ্চি) এর দাম 18,999 টাকা।
Honor Pad 5 (8 ইঞ্চি) তে চলবে Android Pie অপারেটিং সিস্টেম। এই ট্যাবলেটে থাকছে 8 ইঞ্চি FHD+ ডিসপ্লে। Honor Pad 5 (8 ইঞ্চি) তে থাকছে একটি Kirin 710 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ।
Honor Pad 5 (8 ইঞ্চি) ট্যাবলেটের সামনে ও পিছনে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ট্যাবলেটের পিছনে অটোফোকাস ক্যামেরা থাকলেও সামনে থাকছে ফিক্সড ফোকাস ক্যামেরা। থাকছে ভয়েস কলিং সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS।
Honor Pad 5 ( 10.1 ইঞ্চি) তে চলবে Android Oreo অপারেটিং সিস্টেম। থাকছে একটি 10.1 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ট্যাবলেটের ভিতরে থাকছে Kirin 659 চিপসেট, 4GB RAM।
Honor Pad 5 ( 10.1 ইঞ্চি) ট্যাবলেটের পিছনে রয়েছে 8 মেগাপিক্সেল অটৈফোকাস ক্যামেরা। ট্যাবলেটের সামনে থাকছে 2 মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা। থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার আর ফিনফারপ্রিন্ট সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The Raja Saab OTT Release Reportedly Leaked Online: What You Need to Know Prabhas Starrer Movie
Joto Kando Kolkatatei Now Streaming on Zee 5: Everything You Need to Know About This Bengali Mystery Film Online