Photo Credit: Lenovo
Lenovo Yoga Tab Plus টাইডাল টিল কালারে পাওয়া যাচ্ছে
Lenovo Yoga Tab Plus ল্যাপটপ ও ট্যাবলেট উভয়ের সুবিধা নিয়ে ভারতে এল। এই প্রিমিয়াম ট্যাবে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। 144hz রিফ্রেশ রেট ও Dolby Vision সাপোর্ট সহ 3K LTPS অ্যান্টি-রিফ্লেকটিভ ডিসপ্লে ভিজ্যুয়াল ব্রিলিয়ান্সের পরিচয়। উচ্চমানের সাউন্ট কোয়ালিটির জন্য, Lenovo Yoga Tab Plus ট্যাবে Harman Kardon এর ছয়টি স্পিকার রয়েছে যা Dolby Atmos প্রযুক্তি অফার করে। সংস্থার দাবি, কোয়ালকমের হেক্সাগন নিউরাল প্রসেসিং ইউনিট (NPU) 20 TOPS পর্যন্ত AI পারফরম্যান্স প্রদান করবে। এতে স্টেইনলেস স্টিলের ইন্টিগ্রেটেড কিকস্ট্যান্ড রয়েছে। এটি Lenovo Tab Pen Pro এবং কীবোর্ডের সাথে কানেক্ট করা যায়।
Lenovo Yoga Tab Plus এর ফার্স্ট ইমপ্রেশান হল ডিসপ্লে। ট্যাবটিতে 12.7 ইঞ্চি এলটিপিএস পিওরসাইট প্রো স্ক্রিন রয়েছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 3K (2,944 x 1,840 পিক্সেল) রেজোলিউশন, 900 নিট পিক ব্রাইটনেস, 600 নিট টিপিক্যাল ব্রাইটনেস, ও ডলবি ভিশন দ্বারা সজ্জিত। ডিসপ্লেটি যে কোনো আলোতে উচ্চ দৃশ্যমানতা সহ একটি দর্শনীয় রঙের পরিসর উপভোগ করতে দেবে বলে জানিয়েছে সংস্থা। এটি চোখের চাপ কমাতে TÜV লো ব্লু লাইট হার্ডওয়্যার প্রযুক্তির সাথে এসেছে। ট্যাবটি 100 শতাংশ DCI-P3 কালার কভারেজ করে।
লেনোভো যোগা ট্যাব প্লাস ট্যাবে 10,200mAh ব্যাটারি রয়েছে যা 45W ফাস্ট চার্জারের মাধ্যমে চার্জ হবে। ফুল চার্জে 11 ঘন্টা পর্যন্ত ইউটিউব ভিডিয়ো দেখা যাবে। অতুলনীয় অডিওর জন্য, হারমান কার্ডনের প্রিমিয়াম স্পিকারের মধ্যে রয়েছে চারটি শক্তিশালী উফার ও একজোড়া উচ্চ-সংবেদনশীল টুইটার। ট্যাবটি Android 14 অপারেটিং সিস্টেমে চলে ও তিনটি জেনারেশনের আপডেট (Android 17) পাবে বলে নিশ্চিত করা হয়েছে।
Amazon লিস্টিং অনুযায়ী, ট্যাবটি 2029 সাল পর্যন্ত সিকিউরিটি আপডেট পেতে পারে। Lenovo Yoga Tab Plus-এ 16 জিবি LPDDR5X র্যাম এবং 512 জিবি UFS 4.0 স্টোরেজ রয়েছে। এটি লেনোভো এআই নাও সাপোর্ট করে, যা কোম্পানির প্রথম অন-ডিভাইস পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট। এতে এআই নোট এবং এআই ট্রান্সক্রিপ্টের মতো টুল উপলব্ধ।
এছাড়া, নতুন ট্যাবটির প্রিলোডেড সফটওয়্যারগুলির মধ্যে গুগল জেমিনি, লেনোভো স্মার্ট কানেক্ট, অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়ামের 2 মাসের মেম্বারশিপ, অ্যাডোবি লাইটরুমের 2 মাসের সদস্যপদ, WPS, ইত্যাদি রয়েছে। ট্যাবলেটের পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। পিছনের অংশে 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।
ভারতে Lenovo Yoga Tab Plus এর দাম 49,999 টাকা। কোম্পানির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ট্যাবটি সীমিত সময়ের জন্য 44,999 টাকায় কেনা যাবে। এটি একটাই রঙে পাওয়া যাচ্ছে — টাইডাল টিল। এর সাথে 45 ওয়াটের ইন-বক্স চার্জিং অ্যাডাপ্টার, লেনোভো ট্যাব পেন প্রো, ও লেনোভো যোগ ট্যাব প্লাস কীবোর্ড প্যাক পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন