জুলাই মাসে বাজারে মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছিল Microsoft Surface Go। 10 ইঞ্চি Surface Go ট্যাবলেটটি দেখতে অনেকটাই Surface Pro এর মতো। মার্কিন দুনিয়ায় Surface Go এর দাম শুরু হচ্ছে 399 মার্কিন ডলার (প্রায় 27,400 টাকা) থেকে। পিক্সেল সেন্স ডিসপ্লে, ডিজাইন, কিকস্ট্যান্ড কি-বোর্ড সহ Surface Pro এর সব ফিচার এই ট্যাবলেটে পাওয়া যাবে। তবে দাম কম রাখার জন্য ট্যাবলেটের ভিতরে কম দামের যন্ত্রাংশ ব্যবহার করেছে Microsoft। এবার ভারতে আসছে Surface Go। সম্প্রতি Flipkart এ নতুন এক পেজে #OnTheGo হ্যাশট্যাগ ব্যবহার হয়েছে। নির্দিষ্ট কোন নাম ব্যবহার না করলেও Flipkart পেজ থেকে মনে করা হচ্ছে ভারতে Microsoft Surface Go লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা।
কোম্পানির Surface লাইন আপের ডিজাইন ব্যবহার হয়েছে Surface Go ট্যাবলেটে। 2014 সালে লঞ্চ হওয়া Surface Pro ট্যাবলেটে ছোট ভার্সান Surface Go। Surface Go তে 3:2 অ্যাসপেক্ট রেশিওর PixelSense ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ট্যাবলেটে কোম্পানির সিগ্নেচার কিকস্ট্যান্ডের সাথেই থাকবে আলটিমেট পজিশান। Surface Go এর ফ্রন্ট ক্যামেরায় ফেসিয়াল রিকগনিশান টেকনোলজি ব্যবহার করা হয়েছে।
ডেস্কটপ ডকে কানেক্ট করে চার্জ দেওয়ার জন্য Surface Go তে একটি Surface কানেকটার পোর্ট ব্যবহার করেছে Microsoft। এছাড়াও ট্যাবলেটের USB Type-C 3.1 পোর্টের মাধ্যমে Surface Go চার্জ করা যাবে। অন্যান্য Surface ডিভাইসের মতোই Surface Go তেও ম্যাগনেশিয়াম ডিজাইন ব্যবহার করা হয়েছে।
Microsoft Surface Go এর ভিতরে রয়েছে একটি 7th generation Intel Pentium Gold 4415Y প্রসেসার। 4GB RAM আর 64GB eMMC স্টোরেজ ও 8GB RAM আর 128GB SSD স্টোরেজ ভেরিয়েন্টে Surface Go পাওয়া যাবে। পরের ভেরিয়েন্টের দাম 549 মার্কিন ডলার (প্রায় 37,800 টাকা)। আপাতত শুধুমাত্র WiFi ভেরিয়েন্টে Surface Go লঞ্চ হয়েছে। কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে LTE ভেরিয়েন্টের Surface Go বাজারে আনা হবে।
Surface Go তে Windows 10 S অপারেটিং সিস্টেম চলবে। অর্থাৎ গ্রাহকরা শুধুমাত্র EDGE ব্রাউজার ও Microsoft স্টোরের অ্যাপ ব্যবহার করতে পারবেন। যদিও বিনামূল্যে এই ট্যাবলেট Windows 10 Home এ আপগ্রেড করে নেওয়া যাবে।
এতদিন শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, বেলজিয়াম, লাক্সামবার্গ, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, পোল্যান্ড, ইটালি, পর্তুগাল, ও স্পেনে Surface Go পাওয়া যেত। এই ট্যাবলেট ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে কোন মন্তব্য করেনি Microsoft। ভারতে Microsoft Surface Go লঞ্চ এখন শুধুই সময়ের অপেক্ষা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন