লঞ্চ হল Samsung Galaxy Tab S4 আর Galaxy Tab A 10.5। প্রিমিয়াম ক্লাস সেগমেন্টে iPad কে চ্যালেঞ্জ জানাতে লঞ্চ হয়েছে Samsung Galaxy Tab S4। আর কম দামে লঞ্চ হয়েছে Galaxy Tab A 10.5। DeX ইন্টিগ্রেশান সহ Galaxy Tab S4 লঞ্চ হয়েছে। এর ফলে এই ট্যাবলেটে ডেস্কটপের মতো অভিজ্ঞতা পাওয়া যাবে। টপ এন্ড এই ট্যাবলেটে Dolby Atmos সাউন্ড সহ ব্যবহার হয়েছে AKG-টিউনড স্পিকার।
মার্কিন যুক্তরাষ্ট্রে 64GB Samsung Galaxy Tab S4 এর দাম 650 মার্কিন ডলার (প্রায় 44,400 টাকা)। 256GB ভেরিয়েন্টের দাম 750 মার্কিন ডলার (প্রায় 51,200 টাকা)। ইতিমধ্যেই মার্কিন মুলুকে এই ট্যাবলেটের প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে Galaxy Tab A 10.5 এর দাম ও কবে থেকে তা পাওয়া যাবে তা জানায়নি Samsung।
Samsung Galaxy Tab S4 এ লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে। Galaxy Tab S4 এ থাকবে একটি 10.5 ইঞ্চি WQXGA Super AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:9। গ্রাহককে ডেস্কটপের মতো অভিজ্ঞতা দেওয়ার জন্য এই ট্যাবলেটের সাথে DeX সাপোর্ট রাখা হয়েছে। এর মাধ্যমে Android অ্যাপগুলিকে ডেস্কটপের মট ব্যবহার করা যাবে। একটি অ্যাপ থেকে অন্য অ্যাপ এ ড্র্যাগ করে ড্রপ করা বা কি-বোর্ড শর্টকাটের মতো ফিচার যোগ করে হয়েছে এই ট্যাবলেটে। এর সাথেই S Ped এ 4096 টি আলাদা প্রেশান লেভেল থাকছে। Galaxy Tab S4 এ একটি Snapdragon 835 চিপসেট ব্যবহার হয়েছে। এর সাথেই থাকবে 4GB RAM আর 64GB/256GB স্টোরেজ। Galaxy Tab S4 এর পিছনে একটি 13MP আর সামনে একটি 8MP ক্যামেরা ব্যবহার হয়েছে।
প্রোডাক্টিভিটির জন্য এই ট্যাবলেটে একাধিক অ্যাপ যোগ করেছে Samsung। কানেক্টিভিটির জন্য Samsung Galaxy Tab S4 এ থাকবে 4G LTE (অপশানাল), Wi-Fi 802.11 a/b/g/n/ac সাথে Wi-Fi Direct, Bluetooth v5.0, GPS+GONASS আর USB Type-C। Samsung Galaxy Tab S4 এর ভিতরে একটি 7,300 mAh ব্যাটারি ব্যবহার হয়েছে।
Samsung Galaxy Tab S4 এর মতোই Galaxy Tab A 10.5-তেও লেটেস্ট Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে।এই ট্যাবে একটি 16:9 10.5 ইঞ্চি TFT LCD ডিসপ্লে থাকবে। Galaxy Tab A 10.5 এর ভিতরে থাকবে একটি Snapdragon 450 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Galaxy Tab A 10.5 তে একটি 8MP রিয়ার ক্যামেরা আর একটি 5MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তবে এই ট্যাবলেটে DeX বা S Pen ফিচার পাওয়া যাবে না।
কানেক্টিভিটির জন্য Galaxy Tab A 10.5 তে থাকবে 4G LTE (অপশানাল), Wi-Fi 802.11 a/b/g/n/ac সাথে Wi-Fi Direct, Bluetooth v5.0, GPS+GONASS আর USB Type-C। Galaxy Tab A 10.5এর ভিতরে একটি 7,300 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন