Photo Credit: Airtel
এয়ারটেল ২০২৫ সালের মার্চ মাসে ভারতে তার আইপিটিভি পরিষেবা চালু করে, দিল্লি এবং অন্যান্য নির্বাচিত বাজার থেকে শুরু করে।
ভারতে এয়ারটেল ব্ল্যাক তাদের ব্রডব্র্যান্ড, ল্যান্ডলাইন এবং DTH গ্রাহকদের জন্য বর্তমান প্ল্যানগুলির পরির্বতন করেছে। কোম্পানি 399 টাকার প্ল্যানের সাথে তাদের বর্তমান ব্রডব্র্যান্ড সার্ভিস এবং ডিরেক্ট-টু-হোম (DTH) পাশাপাশি নতুন ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (IPTV) সার্ভিসটিও যুক্ত করেছে। বর্তমানে IPTV সার্ভিসটি গ্রাহকদের কাছে এয়ারটেল ব্ল্যাকের সবচেয়ে সাশ্রয়ী প্ল্যান এবং এর সাথে 29টি OTT স্ট্রিমিং অ্যাপ থেকে অন-ডিমান্ড সিনেমা ও শো-এর বিশাল লাইব্রেরি দিচ্ছে।399 টাকার এয়ারটেল ব্ল্যাক প্ল্যানের সুবিধা,এয়ারটেল সাইটের তালিকা অনুযায়ী, 399 টাকার এয়ারটেল ব্ল্যাক প্ল্যানটি ল্যান্ডলাইন সংযোগের সাথে অপরিসীম ভয়েস কল এবং এয়ারটেলের ব্রড-ব্যান্ড এর সাহায্যে 10Mbps পর্যন্ত ইন্টারনেট স্পিড দেওয়ার কথা বলেছে।
ফেয়ার ইউসেজ পলিসি (FUP) অনুযায়ী, গ্রাহকরা তাদের বিত্তমান প্ল্যানটির কোটা শেষ হওয়ার আগে পর্যন্ত অপরিসীম ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারবে। কোটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 1Mbps হবে। এছাড়াও ব্রড-ব্যান্ডের ক্ষেত্রে এয়ারটেল ব্ল্যাক প্ল্যানটিতে 260টিরও বেশি টিভি চ্যানেল যুক্ত করা হয়েছে, যেটির দ্বারা সাবস্ক্রাইবাররা এয়ারটেল ডিজিট্যাল টিভি কানেকশনে টিভি দেখতে পাবে।
অন্যদিকে এই এন্ট্রি-লেভেল প্লানটির সাথে IPTV সার্ভিসটি যোগ করা হয়েছে। চলতি বছর মার্চ মাসে লঞ্চ হওয়া এই সার্ভিসটি 29টি OTT-স্ট্রিমিং অ্যাপ থেকে অন-ডিমান্ড কনটেন্টটের বিশাল লাইব্রেরি নিয়ে এসেছে যেমন - অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপেল টিভি+, নেটফ্লিক্স, Zee5 এবং আরো অনেক, তবে বেশ কিছু অ্যাপের জন্য এই প্ল্যানের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে পারে।
গ্রাহকরা 399 টাকার এয়ারটেল ব্ল্যাক প্ল্যানের মাধ্যমে 350টিরও বেশি টিভি চ্যানেলে দেখতে পারবে। প্রথাগত সেট-টপ-বক্স ভিত্তিক সংযোগের পরিবর্তে, IPTV সার্ভিসটি যে কোনো ইন্টারনেট সংযোগকারী ডিভাইসে কন্টেন্টগুলি স্ট্রিম করতে সাহায্য করে, যেমন- স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টটিভি, এইসবের জন্য কোনো অতিরিক্ত হার্ডওয়ার বা সংযোগের প্রয়োজন পড়বে না।
এয়ারটেল ব্ল্যাকের অংশ হওয়া সত্ত্বেও এই পোস্ট-পেইড প্ল্যানটি সম্পূর্ণ সুবিধাগুলি দেবে না। এটিতে একটি বিল এবং একটি কল সেন্টার যুক্ত করা হয়েছে।
গ্রাহকরা 399 টাকার প্ল্যানটিতে মাসিক অথবা আগে থেকে পেইমেন্ট করে তালিকাভুক্ত করে রাখতে পারবে। যদি তারা প্রথমটি বাছেন তাহলে তাদের অ-ফেরতযোগ্য সক্রিয় ফি হিসেবে 2,500 টাকা দিতে হবে। অন্যদিকে পরেরটি বাছলে 3,300 টাকা দিতে হবে, যার 2,800 টাকা বিলের সাথে যুক্ত করা হবে এবং 500 টাকা অ-ফেরতযোগ্য ইনস্টলেশন-ফি বাবদ নেওয়া হবে।
এয়ারটেল ব্ল্যাক সাবস্ক্রাইবারদের একটি বিলের মধ্যেই পোস্টপেইড, ডিরেক্ট-টু-হোম, এবং ফাইবার সার্ভিসের সাথে যুক্ত করে। বিভিন্ন অনবোর্ডিং ফিচারগুলোর মধ্যে একটি কাস্টমার কেয়ার নম্বর এবং একটি নির্ধারিত রিলেশনশিপ টিমের দ্বারা অগ্রাধিকারভিত্তিক সার্ভিস সমাধানের সুবিধা রয়েছে।
তারা অপারেটরদের কাছ থেকে পাওয়া দুটি বা তার থেকে বেশি পরিষেবা বেছে নিয়ে নিজেদের এয়ারটেল ব্ল্যাক প্ল্যানটি তৈরি করতে পারবে অথবা ভারতে 399 টাকা দামের যে আগে থেকে তৈরি এয়ারটেল ব্ল্যাকের নিশ্চিত প্ল্যানটি আছে সেটি বেছে নিতে পারেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন