98 টাকা প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel। আগে এই প্ল্যানে 6GB ডেটা পাওয়া যেত। এবার 12GB ডেটা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি।
98 টাকা প্ল্যানে দ্বিগুণ ডেটা দিচ্ছে Airtel। আগে এই প্ল্যানে 6GB ডেটা পাওয়া যেত। এবার 12GB ডেটা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। সঙ্গে থাকছে 28 দিন ভ্যালিডিটি। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন ভয়েস কল ও এসএমএস ব্যবহারের সুবিধা থাকছে না। 98 টাকা প্ল্যানে শুধু ডেটা ব্যবহার করা যাবে। এছাড়াও 500 টাকা, 1000 টাকা ও 5000 টাকা রিচার্জে আগের থেকে বেশি টকটাইম দিচ্ছে সংস্থাটি।
101 টাকা প্ল্যানে 12GB ডেটা দিচ্ছে Jio। সেই প্ল্যানকে টক্কর দিতেই 98 টাকা প্ল্যানে দ্বিগুণ ডেটা দিতে শুরু করেছে Airtel। যদিও Jio প্ল্যানে 1000 মিনিট অন্য নেটওয়ার্কে ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে। Jio প্ল্যানের কোন ভ্যালিডিটি থাকছে না, বেস প্ল্যানের ভ্যালিডিটির উপরে কাজ করবে এই অ্যাড-অন প্যাক। যদিও Airtel 98 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
500 টাকা রিচার্জে আগে 423.73 টাকা টকটাইম পাওয়া যেত। এবার 500 তাকা রিচার্জে মিলবে 480 টাকা টকটাইম। এছাড়াও 1000 টাকা রিচার্জে 960 টাকা ও 5000 টাকা রিচার্জে 4,800 টাকা টকটাইম পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iQOO Z11 Turbo With Snapdragon 8 Gen 5 Chipset Reportedly Listed on Geekbench