Jio –র সাথে প্রতিযোগিতায় ইন্টারন্যাশানাল রোমিং এ অ্যাক্টিভেশান চার্জ নেওয়া বন্ধ করল Airtel। আগে ইন্টারন্যাশানাল রোমিং অ্যাক্টিভেশানে 99 টাকা নিত কোম্পানি। প্রথম থেকেই ইন্টারন্যাশানাল রোমিং অ্যাক্টিভেশানে কোন আলাদা টাকা নেয় না Jio। এবার Jio –র পথে হাঁটতে বাধ্য হল গুরুগ্রামের কোম্পানিটি।
আরও পড়ুন: নতুন নিয়মে 153 টাকা বেস প্যাকে 100 টি চ্যানেল দেখা যাবে
কোম্পানির সব পোস্টপেড গ্রাহককে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন Airtel সিইও গোপাল ভিত্তাল। সেখানে তিনি জানিয়েছেন, “সব গ্রাহকের কাছ থেকে ইন্টারন্যাশানাল রোমিং চার্জ প্রত্যাহার করা হল।”
আরও পড়ুন: Jio –র থেকেও কম দামে এক বছর ভ্যালিডিটি নিয়ে এল Vodafone
বিশ্বের 175 টি দেশে ইন্টারন্যাশানাল রোমিং পরিষেবা দেয় Airtel। গ্রাহক ইন্টারন্যাশানাল রোমিং এ থাকলে নিজে থেকেই ইন্টারন্যাশানাল রোমিং প্যাক অ্যাক্টিভেট হয়ে যাবে।
আরও পড়ুন: এই রকেটে চেপে মঙ্গল গ্রহে পাড়ি দেবে মানুষ!
আগে ইন্টারন্যাশানাল রোমিং এ মাসে 99 টাকা নিত Airtel। এর সাথেই বিদেশে নিজের ফোন ব্যবহারের একটি ইন্টারন্যাশানাল প্ল্যান নেওয়া বাধ্যতামুলক ছিল। এবার থেকে বিদেশে নেটওয়ার্ক ব্যবহারে আলাদা চার্জ লাগবে না। শুধুমাত্র কল,ম SMS অথবা ডেটা ব্যবহার করলেই টাকা দিতে হবে গ্রাহককে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন