এয়ারটেল মাত্র 49 টাকায় প্রিপেড প্যাক লঞ্চ করেছে . যেসমস্ত উপভোক্তারা এই প্যাক রিচার্জ করবে তারা একদিনের জন্য 3 জিবি ডেটা পাবে. সমস্ত এয়ারটেল উপভোক্তারাই এই সুবিধা লাভ করতে সক্ষম . এয়ারটেল রিলায়েন্স জিওর সাথে প্রতিযোগিতা করার জন্য এই প্ল্যান বাজারে নিয়ে এসেছে. কিন্তু মজার বিষয় হল, জিওর রিচার্জ প্যাকের বৈধতা থাকে 28 দিন.
49 টাকা রিচার্জ করার জন্য, এয়ারটেল প্রিপেড উপভোক্তাদের মাই এয়ারটেল এপ্প বা কম্পানির ওয়েবসাইটে যেতে হবে. নতুন প্যাক ডেটা সেকশানে পাওয়া যাবে. এতে করে প্রিপেড উপভোক্তারা বুঝতে পারবে যে, তারা এই সুবিধা লাভ করতে পারবে কি না. যদি আপনি এই সুবিধা না পান তাহলে 49 টাকায় আপনি 1 দিনের জন্য 4জিবি ডেটা পেতে পারেন.
এয়ারটেল 65 টাকার একটা প্ল্যান পেশ করেছে, যাতে 1জিবি 2জি /3জি ডেটা 28 দিনের জন্য পাওয়া যাবে. সম্প্রতি কম্পানি 249 টাকায় নতুন প্রিপেড রিচার্জ প্যাক লঞ্চ করেছে. সেই সাথে 349 টাকার রিচার্জ প্যাক আপগ্রেড করা হয়েছে. যারা 349 টাকা রিচার্জ করবে তারা 28 দিন ধরে প্রতিদিন 3 জিবি ডেটা লাভ করতে পারবে. 499 টাকা রিচার্জ করলে উপভোক্তা 82 দিন ধরে প্রতিদিন 2 জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ পাবে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.