বার প্রিপেড প্ল্যানের বৈধতা কমাল BSNL। সম্প্রতি কেরালা সার্কেলে একাধিক প্রিপেড প্ল্যানের দাম কমিয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। 118 টাকা, 187 টাকা আর 399 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমেছে।
Photo Credit: BSNL
একাধিক প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি কমিয়েছে BSNL
সম্প্রতি প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি। একই পথে হেঁটে এবার প্রিপেড প্ল্যানের বৈধতা কমাল BSNL। সম্প্রতি কেরালা সার্কেলে একাধিক প্রিপেড প্ল্যানের বৈধতা কমিয়েছে রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি। 118 টাকা, 187 টাকা আর 399 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমেছে।
কেরালা সার্কেলে 118 টাকা প্ল্যানের ভ্যালিডিটি কমে 21 দিন হয়েছে। আগে এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যেত। যদিও এই প্ল্যানের সুবিধায় কোন পরিবর্তন হয়নি। 118 টাকা প্ল্যানে দিনে 250 মিনিট ভয়েস কল, দিনে 500MB ডেটা আর দিনে 100 টা এসএমএস করা যাবে।
কেরালা সার্কেলে প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি কমিয়েছে BSNL
187 টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন থেকে কমে 24 দিন হয়েছে। এই প্ল্যানের সুবিধায় কোন পরিবর্তন হয়নি। 187 টাকা প্ল্যানে দিনে 250 মিনিট ভয়েস কল, দিনে 3GB ডেটা আর দিনে 100 টা এসএমএস করা যাবে।
399 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 80 দিন থেকে কমিয়ে 65 দিন করেছে BSNL। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। এবার সেই সীমা বেড়ে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে দিনে 250 মিনিট ভয়েস কল আর দিনে 100 টা এসএমএসের সুবিধা।
এছাড়াও 29 টাকা আর 47 টাকা প্ল্যানে পরিবর্তন আনতে চলেছে BSNL। শীঘ্রই বিভিন্ন সার্কেলে এই দুই প্ল্যানে পরিবর্তন আসতে চলেছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Turbo 5 Max Charging Details Revealed as Pre-Reservations Begin Ahead of China Launch
Samsung Galaxy S26 Ultra May Arrive in Six Colourways, Tipster Claims