BSNL দেশের প্রত্যন্ত অঞ্চলে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে এক বছরের সমঝোতা চুক্তি (মৌ) স্বাক্ষর করেছে।
ডিজিটাল ভারতের দিকে অগ্রসর হতে BSNL-এর নতুন উদ্যোগ
BSNL দেশের প্রত্যন্ত অঞ্চলে সহজে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নয়া দিল্লিতে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে এক বছরের সমঝোতা চুক্তি (মৌ) স্বাক্ষর করেছে। দেশজুড়ে ইন্ডিয়া পোস্টের অধীনে থাকা প্রায় 1.65 লক্ষ ডাকঘর রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির সিম (SIM) কার্ড বিক্রির পাশাপাশি গ্রাহকদের মোবাইল রিচার্জ পরিষেবা প্রদান করবে। বিএসএনএল সিম কার্ড সরবরাহ এবং কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নেবে। অন্য দিকে, ডাকঘরগুলি নতুন গ্রাহক নিবন্ধন ও নিরাপদ লেনদেন পরিচালনা করবে। অসমে পরীক্ষামূলক ভাবে এই প্রকল্পের কাজে সফলতা আসার পর, এবার এটি সারা দেশে চালু করা হচ্ছে।
কেন্দ্রীয় জ্ঞাপন মন্ত্রক জানিয়েছে, বিএসএনএল এবং ডাক বিভাগের (ডিওপি) মধ্যে বুধবার মউ চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায়, ইন্ডিয়া পোস্টের 1.65 লক্ষের বেশি ডাকঘর দেশব্যাপী বিএসএনএল সিম কার্ড বিক্রয় এবং মোবাইল রিচার্জ সংক্রান্ত পরিষেবা প্রদানের জন্য ব্যবহার করা হবে।
মন্ত্রকের মতে, ডাক বিভাগের সঙ্গে অংশীদারিত্বের ফলে বিএসএনএল দেশজুড়ে তাদের মোবাইল নেটওয়ার্ক কভারেজ আরও বৃদ্ধি করতে সক্ষম হবে। দেশের প্রতিটি শহর এবং গ্রাম সহ প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা 1.65 লক্ষের বেশি ডাকঘর রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির ভিত মজবুত করতে সাহায্য করবে।
এই প্রসঙ্গে ভারতীয় ডাক বিভাগের নাগরিক কেন্দ্রিক পরিষেবার জেনারেল ম্যানেজার মনিষা বনসল বাদল বলেন, এই জোট ভারতীয় ডাক বিভাগের বিশ্বাসযোগ্য পরিষেবা এবং বিএসএনএল-এর টেলিকম দক্ষতাকে একত্রিত করেছে, যাতে দেশের প্রত্যেক নাগরিক সাশ্রয়ী এবং সহজলভ্য মোবাইল নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পান।
বিএসএনএল-এর সেলস ও মার্কেটিং (কনজিউমার মোবিলিটি) প্রিন্সিপাল জেনারেল ম্যানেজার দীপক গর্গ বলেছেন, এই সহযোগিতা সারা দেশে বিএসএনএল পরিষেবা আরও সহজলভ্য করে তুলবে। বিশেষ করে গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত এলাকার বাসিন্দারা তাদের নিকটতম ডাকঘরের মাধ্যমে বিএসএনএল-এর মোবাইল পরিষেবাগুলি সুবিধাজনক ভাবে ব্যবহার করতে পারবে।
কেন্দ্রীয় জ্ঞাপন মন্ত্রকের দাবি, অসমে পরীক্ষামূলক ভাবে চালানো এই প্রকল্পের কাজে (পাইলট প্রজেক্ট) ইতিমধ্যেই কার্যকর প্রমাণিত হয়েছে। এটি দেখিয়েছে, সারা দেশে এমন উদ্যোগ বৃহৎ পরিসরে চালু করে ডিজিটাল ভারতের দিকে অগ্রসর হওয়া সম্ভব। ডাক বিভাগ ও বিএসএনএল যৌথ ভাবে নতুন পরিষেবায় কঠোর নজরদারি বজায় রাখবে। তারা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডেটা প্রোটেকশন স্ট্যান্ডার্ড মেনে চলবে।
প্রসঙ্গত, টেলিযোগাযোগ বিভাগের (DoT) একজন ঊর্ধ্বতন কর্তার দাবি, BSNL ডিসেম্বরের মধ্যে দিল্লি ও মুম্বাইতে 5G পরিষেবা চালু করতে চলেছে। ভারত সরকারের অধীনে থাকা সংস্থাটি দেশীয়ভাবে উন্নত নেটওয়ার্কের সমস্ত সরঞ্জাম নিয়ে সুচারুভাবে কাজ করছে এবং শীঘ্রই বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করার জন্য প্রস্তুত হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
OnePlus Nord 6 Key Specifications Including Snapdragon 8s Gen 4 SoC Revealed via Geekbench Listing
Shambala Now Streaming Online: What You Need to Know About Aadi Saikumar Starrer Movie