নতুন 299 টাকা প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 1.5GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে কানেকশান স্পিড 8 Mbps। অর্থাৎ 30 দিনে 45GB ডাতা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
299 টাকা প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 1.5GB ডাটা ব্যবহার করতে পারবেন
কম দামে নতুন ব্রডব্যান্ড প্ল্যান লঞ্চ করল BSNL। এই প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যাবে। নতুন এই এন্ট্রি লেভেল প্ল্যানের জন্য মাসে 299 টাকা খরচ হবে। Experience Unlimited Broadband 299 নামের এই প্ল্যানে ব্রডব্যান্ড প্ল্যানের সাথেই সারা দেশের BSNL নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে। এছাড়াও রাত 10টা 30মিনিট থেকে সকাল 6 টা ও রবিবার সারা দিন সারা দেশের যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে। এর সাথেই 299 টাকা প্ল্যানের গ্রাহকরা প্রথম ছয় মাস 50 টাকা ক্যাশব্যাক কুপন পাবেন। এছাড়াও 299 টাকায় একটি আলাদা আনলিমিটেড কলিং প্ল্যান লঞ্চ করেছে রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থাটি।
নতুন 299 টাকা প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 1.5GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে কানেকশান স্পিড 8 Mbps। অর্থাৎ 30 দিনে 45GB ডাতা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। দৈনিক ডাটার পরিমান শেষ হয়ে গেলে কানেকশান স্পিড কমে 1Mbps হয়ে যাবে। এর সাথেই 299 টাকা প্ল্যানের গ্রাহকরা সাথেই সারা দেশের BSNL নেটওয়ার্কে বিনামূল্যে কল করতে পারবেন। রাত 10টা 30মিনিট থেকে সকাল 6 টা ও রবিবার সারা দিন সারা দেশের যে কোন নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে। সাথে থাকবে একটি 1GB স্টোরেজের নিজস্ব ইমেল আইডি।
নতুন এই প্ল্যান নিতে 500 টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। অন্তত এক মাস এই প্ল্যান ব্যবহার করতে হবে। মাসে 299 টাকা ছাড়াও এক বছরে 3,289 টাকা, দুই বছরে 6,279 টাকা আর তিন বছরে 8,970 টাকায় এই প্ল্যান ব্যবহার করা যাবে। সারা দেশের সব BSNL ব্রডব্যান্ড গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S25 Series Gets One UI 8.5 Beta 2 Update in India With New Improvements, Bug Fixes