পোস্টপেডে 4,575 টাকা ক্যাশব্যাক দিচ্ছে BSNL

পোস্টপেডে 4,575 টাকা ক্যাশব্যাক দিচ্ছে BSNL

পোস্টপেডে বিশাল ক্যাশব্যাক নিয়ে হাজির BSNL

হাইলাইট
  • নির্বাচিত কিছু গ্রাহক পোস্টপেডে 4,575 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
  • বার্ষিক বিল পেমেন্টে এই অফার পাওয়া যাচ্ছে
  • 799 টাকা বা তার বেশি মাসিক প্ল্যানে 25 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে
বিজ্ঞাপন

পোস্টপেডে বিপুল ক্যাশব্যাক নিয়ে হাজির BSNL। নির্বাচিত কিছু গ্রাহক পোস্টপেডে 4,575 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। বেশি টাকার প্ল্যানে গ্রাহকদের 25 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। কম দামের প্ল্যানে বার্ষিক পেমেন্টয়ে পাওয়া যাবে 20 শতাংশ ক্যাশব্যাক। ছয় মাসের পেমেন্টেও ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি। 1,525 টাকা পোস্টপেড প্ল্যান নিলে 4,575 টাকা পর্যন্ত ব্যাশব্যাক দেবে BSNL।

1,525 টাকা মাসিক প্ল্যানের বার্ষিক পেমেন্টে 4,575 টাকা ছাড় দেবে BSNL। 1,125 টাকা প্ল্যানে বার্ষিক পেমেন্টে থাকছে 3,375 টাকা ক্যাশব্যাক। এই দুটি প্ল্যানেই 25 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এছাড়াও 799 টাকা মাসিক প্ল্যানের বার্ষিক পেমেন্টেও 25 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

অন্যদিকে 725 টাকা আর 525 টাকা প্ল্যানের গ্রাহকরা বার্ষিক পেমেন্ট করলে 20 শতাংশ ক্যাশব্যাক পাবেন। 399 টাকা, 325 টাকা আর 225 টাকা মাসিক প্ল্যানের বার্ষিক পেমেন্টে 10 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

বার্ষিক পেমেন্ট ছাড়াও ছয় মাসের পেমেন্টেও বিপুল ক্যাশব্যাক দিচ্ছে BSNL। 1,25 টাকা প্ল্যানের ছয় মাসের বিল পেমেন্টে থাকছে 12 শতাংশ (1,098 টাকা) ক্যাশব্যাক। 1,125 টাকা ও 799 টাকা প্ল্যানের এক সাথে ছয় মাসের বিল পেমেন্টেও 12 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। 725 টাকা আর 525 টাকা প্ল্যানে থাকছে 8 শতাংশ ক্যশব্যাক। 399 টাকা, 325 টাকা আর 225 টাকা প্ল্যানের গ্রাহকরা একসাথে ছয় মাসের বিল পেমেন্ট করলে 4 শতাংশ ক্যাশব্যাক পাবেন।

আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকরা এই ক্যাশব্যাক পাবেন। Telecom Talk ওয়েবসাইটে এক রিপোর্টে এই খবর জানানো হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL POstpaid
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »