গ্রাহকের মন জয় করতে ব্রডব্যান্ডে একাধিক প্ল্যানে দৈনিক ডেটা লিমিট তুলে নিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। সম্প্রতি লঞ্চ হওয়া প্রায় সব BSNL ব্রডব্যান্ডে দৈনিক ডেটা ব্যবহারের সীমা ছিল। নির্বাচিত কিছু প্ল্যান থেকে এই সীমা তুলে নিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। এর ফলে বেশি স্পিডে আরও বেশি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
777 টাকা ও 1,277 টাকা প্ল্যান থেকে দৈনিক ডেটা লিমিট তুলে নিয়েছে BSNL। 777 টাকা প্ল্যানে আগে 50 Mbps স্পিডে দিনে 18GB ডেটা ব্যবহার করা যেত। এখন কোন দৈনিক লিমিট ছাড়াই 777 টাকা প্ল্যানে মাসে 500 GB ডেটা ব্যবহার কয়ার যাবে।
777 টাকার সাথেই 1,277 টাকা প্ল্যানেও দৈনিক লিমিট তুলে নিয়েছে BSNL। আগে 1,277 টাকায় 50 Mbps স্পিডে দিনে 25GB ডেটা ব্যবহার করা যেত। দৈনিক লিমিট তুলে এবার 1,277 টাকা প্ল্যানে মাসে 750GB ডেটা ব্যবহার করা যাবে। দুটি প্ল্যানেই মাসের লিমিট শেষ হলে স্পিড কমে 2Mbps হয়ে যাবে। তবে কোম্পানির অন্যান্য সব প্ল্যানে আগের মতোই দৈনিক ডেটা লিমিট থাকছে।
সম্প্রতি কোম্পানির ল্যান্ডলাইন গ্রাহকদের বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশন দেওয়ার ঘোষণা করেছিল BSNL। এর ফলে নতুন ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার সময় ইনস্টলেশান চার্জের হাত থেকে রেহাই পাবেন BSNL ল্যান্ডলাইন গ্রাহকরা। এই অফারে গ্রাহকরা 10 Mbps স্পিডে প্রতিদিন 5GB ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন