Jio ও Airtel এর সাথে প্রতিযোগিতায় একের পর এক নতুন প্রিপেড প্ল্যান বাজারে আনছে রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা BSNL। এবার নতুন 171 টাকার প্রিপেড প্ল্যান বাজারে নিয়ে এলো কোম্পানি। আপাতত শুধুমাত্র অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে। এই প্ল্যানে BSNL-এর গ্রাহকরা প্রতিদিন 2GB করে 2G/3G ডাটা পাবেন। এরসাথেই 171 টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কল আর রোজ 100 টি করে SMS পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিন।
টেলিকম টক এ এক রিপোর্টে জানানো হয়েছে এই প্ল্যানে হোম ও রোমিং নেটওয়ার্কে বিনামূল্যে ভয়েস কল করা যাবে। এমনকি দল্লি ও মুম্বাই সার্কেলেও এই প্ল্যানে রোমিং এ বিনামূল্যে কথা বলা যাবে। কোম্পানির অন্যান্য প্ল্যানে এই দুই সার্কেলে বিনামুল্যে রোমিং এর সুবিধা পাওয়া যায় না। এর সাথেই এই প্ল্যানের আনলিমিটেড কল অফারে কোন দৈনিক বা সাপ্তাহিক লিমিট থাকবে না।
অন্যদিকে 198 টাকায় 28 দিন রোজ 2GB ডাটা দিচ্ছে Jio। এর সাথেই থাকছে আনলিমিটেড কলিং ও SMS এর সুবিধা। প্রসঙ্গত নিজেদের সব প্ল্যানেই বিনামূল্যে কলার টিউন দেয় Jio। যদিও BSNL এর প্ল্যানে দুই দিন বেশি ভ্যালিডিটি পাওয়া যাবে। Airtel এর 199 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে গ্রাহকরা রোজ 1.4GB ডাটা, আনলিমিটেড কল ও রোজ 100 টি SMS পান।
সম্প্রতি নতুন 19 টাকার স্পেশান ট্যারিফ ভাউচাল নিয়ে এসেছে BSNL। প্ল্যানে 15 পয়সা প্রতি মিনিটে অন নেট কল আর 35 পয়সা প্রতি মিনিটে অফ নেট কল করা যাবে। 19 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 54 দিন। আপাতত শুধুমাত্র তামিলনাডু সার্কেলে এই প্ল্যান লঞ্চ করেছে BSNL।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন