200 টাকার কমে BSNL-এর নতুন প্ল্যানে 56 জিবি ডেটা ও আনলিমিটেড কথা বলার সুবিধা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 সেপ্টেম্বর 2025 11:40 IST
হাইলাইট
  • BSNL নতুন 199 টাকার রিচার্জ প্ল্যান এনেছে
  • প্যাকে 28 দিনের জন্য দৈনিক 2 জিবি ডেটা পাওয়া যাবে
  • আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100টি SMS ফ্রি

BSNL লঞ্চ করল 199 টাকার নতুন রিচার্জ প্ল্যান

Photo Credit: BSNL

BSNL কম দামে ফের একটি নতুন রিচার্জ প্ল্যান চালু করল। যারা বেশি খরচ না করে সস্তায় আনলিমিটেড কলিং ও বেশি ডেটা চান, তাদের জন্য 199 টাকার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। এটি পড়ুয়া, ডেলিভারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মী, এবং নিম্নবিত্ত মানুষদের জন্য দারুণ সুবিধা হতে চলেছে। এই নতুন প্যাকের মেয়াদ 28 দিন। চার সপ্তাহ ধরে যত খুশি কথা বলার সুযোগ পাওয়া যাবে। পরিচিত ভাষায় যাকে বলে আনলিমিটেড কলিং। সঙ্গে দৈনিক 2 জিবি ডেটা মিলবে। 28 দিনের হিসেবে মোট 56 জিবি ডেটা ব্যবহার করা যাবে।

BSNL-এর 199 টাকার রিচার্জ প্ল্যানের বেনিফিট

বিএসএনএল-এর নতুন 199 টাকার প্ল্যানে প্রতিদিন 100টি এসএমএস (SMS) ফ্রি পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে 4 সপ্তাহের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি দেটা, ও 100 এসএমএস পাঠানোর সুবিধা মিলবে। দৈনিক ডেটার নির্ধারিত কোটা শেষ হয় গেলে ইন্টারনেটের স্পিড 40 কেবিপিএস-এ নেমে আসবে, যা দিয়ে শুধুমাত্র বেসিক ব্রাউজিং করা যেতে পারে।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে যে, ক্রেতারা 199 টাকার প্ল্যানটি শুধুমাত্র বিএসএনএল ওয়েবসাইট লা সেল্ফ-কেয়ার অ্যাপের মাধ্যমে করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হল, কোম্পানি রিচার্জ প্ল্যানের দামে 2 শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। দেশের টেলি সংস্থাগুলির মধ্যে জিও, ভিআই, এবং এয়ারটেল এমন কম দামে এত সুবিধা দেয় না।

এছাড়াও, BSNL-এর ঝুলিতে আরও বেশ কয়েকটি পকেট-ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান আছে। 107 টাকার প্যাকে 35 দিনের জন্য মোট 3 জিবি ডেটা ও 200 মিনিট কলিং টাইম পাওয়া যায়। 147 টাকার প্যাকটিতে 30 দিনের জন্য আনলিমিটেড কলের সাথে এককালীন 10 জিবি ডেটা পাওয়া যাবে।

প্রসঙ্গত, বিএসএনএল ভারতীয় ডাক বিভাগের সঙ্গে এক বছরের সমঝোতা চুক্তি (মৌ স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, ইন্ডিয়া পোস্টের 1.65 লক্ষেরও বেশি ডাকঘরে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির সিম কার্ড বিক্রি হবে৷ পাশাপাশি গ্রাহকরা মোবাইলের রিচার্জও করতে পারবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেগুলিতে সহজে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ।

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের দাবি, অসমে পাইলট প্রজেক্টে সাফল্য পাওয়ার পর এই পরিষেবা দেশজুড়ে চালু হচ্ছে৷ এটি দেখিয়েছে, সারা দেশে এমন উদ্যোগ বৃহৎ পরিসরে চালু করে ডিজিটাল ভারতের দিকে অগ্রসর হওয়া সম্ভব। ডাক বিভাগ ও বিএসএনএল যৌথ ভাবে নতুন পরিষেবায় কঠোর নজরদারি বজায় রাখবে। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডেটা প্রোটেকশন স্ট্যান্ডার্ড মেনে চলবে তারা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL 199 Plan, BSNL prepaid recharge plans
Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভোররাত থেকে ক্রেতাদের ভিড়, বিক্রির প্রথম দিনেই iPhone 17 সিরিজ ঘিরে তুঙ্গে উচ্ছ্বাস
  2. 6,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল AI ক্যামেরা সহ Redmi 15C 5G গ্লোবালি লঞ্চ হল
  3. 200 টাকার কমে BSNL-এর নতুন প্ল্যানে 56 জিবি ডেটা ও আনলিমিটেড কথা বলার সুবিধা
  4. পোস্ট অফিসেই মিলবে সিম কার্ড ও মোবাইল রিচার্জের সুবিধা, ঘোষণা করল BSNL
  5. 5G-র যুগেও দুর্দান্ত 4G ফোন আনছে Vivo, থাকছে 6,500mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা
  6. Redmi K90 সিরিজ বাজার কাঁপাতে আসছে, থাকবে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, লঞ্চ কবে দেখুন
  7. Samsung-এর এই তিন ফোনে Android 16 আপডেট চলে এল, আপনি পেয়েছেন
  8. গিরগিটির স্টাইলে বদলে যাবে রং, নতুন স্মার্টফোনের নকশায় চমক আনছে iQOO
  9. 32MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Oppo K13s
  10. Amazon সেলে 58,000 টাকার রেকর্ড ছাড়ে Samsung Galaxy S24 Ultra
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.