200 টাকার কমে BSNL-এর নতুন প্ল্যানে 56 জিবি ডেটা ও আনলিমিটেড কথা বলার সুবিধা

BSNL-এর নতুন 199 টাকার রিচার্জ প্ল্যান পড়ুয়া, ডেলিভারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মী, এবং নিম্নবিত্ত মানুষদের জন্য দারুণ সুবিধা হতে চলেছে।

200 টাকার কমে BSNL-এর নতুন প্ল্যানে 56 জিবি ডেটা ও আনলিমিটেড কথা বলার সুবিধা

Photo Credit: BSNL

BSNL লঞ্চ করল 199 টাকার নতুন রিচার্জ প্ল্যান

হাইলাইট
  • BSNL নতুন 199 টাকার রিচার্জ প্ল্যান এনেছে
  • প্যাকে 28 দিনের জন্য দৈনিক 2 জিবি ডেটা পাওয়া যাবে
  • আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100টি SMS ফ্রি
বিজ্ঞাপন

BSNL কম দামে ফের একটি নতুন রিচার্জ প্ল্যান চালু করল। যারা বেশি খরচ না করে সস্তায় আনলিমিটেড কলিং ও বেশি ডেটা চান, তাদের জন্য 199 টাকার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। এটি পড়ুয়া, ডেলিভারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মী, এবং নিম্নবিত্ত মানুষদের জন্য দারুণ সুবিধা হতে চলেছে। এই নতুন প্যাকের মেয়াদ 28 দিন। চার সপ্তাহ ধরে যত খুশি কথা বলার সুযোগ পাওয়া যাবে। পরিচিত ভাষায় যাকে বলে আনলিমিটেড কলিং। সঙ্গে দৈনিক 2 জিবি ডেটা মিলবে। 28 দিনের হিসেবে মোট 56 জিবি ডেটা ব্যবহার করা যাবে।

BSNL-এর 199 টাকার রিচার্জ প্ল্যানের বেনিফিট

বিএসএনএল-এর নতুন 199 টাকার প্ল্যানে প্রতিদিন 100টি এসএমএস (SMS) ফ্রি পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে 4 সপ্তাহের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি দেটা, ও 100 এসএমএস পাঠানোর সুবিধা মিলবে। দৈনিক ডেটার নির্ধারিত কোটা শেষ হয় গেলে ইন্টারনেটের স্পিড 40 কেবিপিএস-এ নেমে আসবে, যা দিয়ে শুধুমাত্র বেসিক ব্রাউজিং করা যেতে পারে।

রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার তরফে জানানো হয়েছে যে, ক্রেতারা 199 টাকার প্ল্যানটি শুধুমাত্র বিএসএনএল ওয়েবসাইট লা সেল্ফ-কেয়ার অ্যাপের মাধ্যমে করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হল, কোম্পানি রিচার্জ প্ল্যানের দামে 2 শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। দেশের টেলি সংস্থাগুলির মধ্যে জিও, ভিআই, এবং এয়ারটেল এমন কম দামে এত সুবিধা দেয় না।

এছাড়াও, BSNL-এর ঝুলিতে আরও বেশ কয়েকটি পকেট-ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান আছে। 107 টাকার প্যাকে 35 দিনের জন্য মোট 3 জিবি ডেটা ও 200 মিনিট কলিং টাইম পাওয়া যায়। 147 টাকার প্যাকটিতে 30 দিনের জন্য আনলিমিটেড কলের সাথে এককালীন 10 জিবি ডেটা পাওয়া যাবে।

প্রসঙ্গত, বিএসএনএল ভারতীয় ডাক বিভাগের সঙ্গে এক বছরের সমঝোতা চুক্তি (মৌ স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, ইন্ডিয়া পোস্টের 1.65 লক্ষেরও বেশি ডাকঘরে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির সিম কার্ড বিক্রি হবে৷ পাশাপাশি গ্রাহকরা মোবাইলের রিচার্জও করতে পারবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেগুলিতে সহজে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ।

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের দাবি, অসমে পাইলট প্রজেক্টে সাফল্য পাওয়ার পর এই পরিষেবা দেশজুড়ে চালু হচ্ছে৷ এটি দেখিয়েছে, সারা দেশে এমন উদ্যোগ বৃহৎ পরিসরে চালু করে ডিজিটাল ভারতের দিকে অগ্রসর হওয়া সম্ভব। ডাক বিভাগ ও বিএসএনএল যৌথ ভাবে নতুন পরিষেবায় কঠোর নজরদারি বজায় রাখবে। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডেটা প্রোটেকশন স্ট্যান্ডার্ড মেনে চলবে তারা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. অবশেষে Google Pixel 10 Pro Fold-এর সেল শুরু, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট
  2. Flipkart Diwali Sale 2025: মধ্যবিত্তরাও কিনতে পারবে, 4,000 টাকা ছাড় এই দুর্দান্ত 5G ফোনে
  3. কালীপুজোর আগে 7,000 টাকা দাম কমল OnePlus স্মার্টফোনের, এত সস্তায় প্রথমবার
  4. ভিভো-শাওমির আগেই Motorola চালু করল Android 16 আপডেট, আপনার ফোনে আসবে কিনা দেখে নিন
  5. Realme ভারতে আনল গেম অফ থ্রোনস স্মার্টফোন, দেখলেই কিনতে ইচ্ছা করবে
  6. মাত্র 799 টাকায় আধুনিক ফিচার্সের নতুন JioBharat ফোন লঞ্চ হল, ফুল চার্জে এক সপ্তাহ চলবে
  7. চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী AI এবার ভারতে, দিল্লি-মুম্বাই ছেড়ে এই শহরে অফিস খুলছে Anthropic
  8. পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
  9. ভারতের প্রথম হাইব্রিড মোবাইল ফোন HMD Touch 4G লঞ্চ হল, দাম মাত্র 3999 টাকা
  10. ChatGPT: চ্যাটজিপিটিতে নতুন ফিচার, একবার বললেই পছন্দের গান শোনাবে AI
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »