BSNL-এর নতুন 199 টাকার প্যাকের মেয়াদ 28 দিন। এতে যত খুশি কথা বলার সুযোগ পাওয়া যাবে। পরিচিত ভাষায় যাকে বলে আনলিমিটেড কলিং। সঙ্গে দৈনিক 2 জিবি ডেটা মিলবে। 28 দিনের হিসেবে মোট 56 জিবি ডেটা ব্যবহার করা যাবে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। ভারতের যে সমস্ত প্রিপেইড মোবাইল ব্যবহারকারীরা আছে, তারা এই নতুন প্ল্যানের মাধ্যমে IPL-এর মরশুমে JioHotstar-এ সাবস্ক্রিপশনের সুবিধা পাবে। প্ল্যানটির দাম 251 টাকা এবং বৈধতা 60 দিন