4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা

BSNL-এর 225 টাকার সিলভার জুবিলি স্পেশাল রিচার্জ প্ল্যান 30 দিনের জন্য বেশি ডেটা ব্যবহার করতে দেবে।

4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা

Photo Credit: BSNL

BSNL আনল সিলভার জুবিলি স্পেশাল রিচার্জ প্ল্যান

হাইলাইট
  • BSNL এনেছে 225 টাকার রিচার্জ প্ল্যান
  • প্যাকে 30 দিনের জন্য দৈনিক 2.5 জিবি ডেটা পাওয়া যাবে
  • আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100টি SMS ফ্রি
বিজ্ঞাপন

BSNL গত শনিবার দেশজুড়ে স্বদেশী 4G নেটওয়ার্ক পরিষেবা চালু করেছে। এই বছর সিলভার জুবিলি (25 বছর) উদযাপন করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। সেই উপলক্ষ্যে প্রায় 98,000 টাওয়ারে 4G নেটওয়ার্ক সক্রিয় করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। শক্তিশালী এবং স্বদেশী নেটওয়ার্ক গড়ে তুলতে 37,000 কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। রজত জয়ন্তী উপলক্ষে এবার একটি স্পেশাল রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে তারা। 230 টাকারও কম খরচে সংস্থার নতুন প্রি প্রেইড প্ল্যানে 30 দিনের জন্য আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, প্রতিদিন 2.5 জিবি ডেটা ব্যবহার করতে পারবে গ্রাহকরা। Jio, Airtel, Vi-এর মতো বেসরকারি অপারেটরদের তুলনায় অনেক সস্তায় নতুন প্ল্যানটি নিয়ে আসা হয়েছে।

BSNL-এর 225 টাকার স্পেশাল রিচার্জ প্ল্যানের সুবিধা

বিএসএনএল কেরালা সার্কেলের X (সাবেক টুইটার) পোস্ট থেকে সিলভার জুবিলি স্পেশাল রিচার্জ প্ল্যানের বিষয়ে জানা গিয়েছে৷ এটি কলকাতা সার্কেলেও উপলব্ধ হবে। 225 টাকার প্ল্যানে 1 মাসের জন্য দৈনিক 2.5 জিবি ডেটা পাওয়া যাবে। 30 দিনের হিসেবে 75 জিবি 4G ডেটা। এর সঙ্গে প্রতিদিন 100টি এসএমএস (SMS) ফ্রি থাকবে। অর্থাৎ এই প্ল্যানে 30 দিনের জন্য আনলিমিটেড কলিং, প্রতিদিন 2.5 জিবি ডেটা, ও 100টি এসএমএস পাঠানোর সুবিধা মিলবে।

কম আয়ের মানুষদের কথা মাথায় রেখে 199 টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যানও লঞ্চ করেছে BSNL। এই নতুন প্যাকের মেয়াদ থাকছে 28 দিন। এটি রিচার্জ করলে 4 সপ্তাহ ধরে যত খুশি কথা (আনলিমিটেড কলিং) বলার সুযোগ পাওয়া যাবে। সঙ্গে দৈনিক 2 জিবি ডেটা মিলবে। 28 দিনের হিসেবে মোট 56 জিবি ডেটা ব্যবহার করা যাবে।

আবার যারা বেশি দিনের জন্য অল্প খরচে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন বেশি ডেটা চাইছেন, তাদের জন্য 485 টাকার প্রিপেইড প্ল্যান রয়েছে BSNL-এর। এই প্ল্যানে 72 দিনের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি ডেটা, ও 100টি SMS পাঠানোর সুবিধা মিলবে। দৈনিক ডেটার নির্ধারিত কোটা (2 জিবি) শেষ হয় গেলে ইন্টারনেটের স্পিড নেমে আসবে 40 কেবিপিএস-এ।

4G-এর পর এবার 5G চালুর প্রস্তুতি নিচ্ছে বিএসএনএল। এই বছরের শেষ নাগাদ দিল্লি ও মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে পরিষেবা শুরু হতে পারে। 4G টাওয়ারগুলির সফটওয়্যার আপডেট করলেই তা 5G পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে জানা গিয়েছে। ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে স্বনির্ভর 4G পরিষেবা চালু করেছে। আগে এই কৃতিত্ব সুইডেন, চীন ডেনমার্ক, ও দক্ষিণ কোরিয়ার কাছে ছিল।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 200MP ক্যামেরার Realme 16 Pro+ 5G স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  2. বড়দিনে বড় চমক, Oppo Pad Air 5 ট্যাব 10050mAh ব্যাটারি, বিশাল স্ক্রিন, 12GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  3. বছরের শেষে ধামাকা অফার, 60,000 টাকা দাম কমল Samsung-এর প্রিমিয়াম ফোনের, কোথায় পাবেন জেনে নিন
  4. রাত পোহালেই লঞ্চ হচ্ছে Xiaomi 17 Leica Edition, এমন DSLR স্টাইল ক্যামেরা ফোনে আগে দেখেননি
  5. বর্ষশেষে বড় খবর, একজোড়া দুর্ধর্ষ ফোন আনছে Oppo, থাকবে 200MP ক্যামেরা
  6. Realme Narzo 90 5G-এর সেল শুরু হল, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7000mAh ব্যাটারি পাবেন
  7. AI ফিচার্স নিয়ে Realme Pad 3 লঞ্চ হচ্ছে 6 জানুয়ারি, 12,200mAh ব্যাটারি ও 11.6 ইঞ্চি ডিসপ্লে থাকবে
  8. itel VistaTab 30 সস্তায় 11 ইঞ্চি ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, সাথে 1,999 টাকার উপহার ফ্রি
  9. নতুন বছরের আগে ধামাকা অফার, দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন 19,000 টাকা সস্তায় মিলছে
  10. Google ভারতে Emergency Location Service ফিচার চালু করল, বিপদে পড়লে আসবে দ্রুত সাহায্য
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »