60 দিনের বৈধতার সাথে BSNL নিয়ে এলো 251 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

60 দিনের বৈধতার সাথে BSNL নিয়ে এলো 251 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

Photo Credit: BSNL

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ মরশুমের মধ্যেই নতুন BSNL প্ল্যানটি এসেছে

হাইলাইট
  • BSNL Launches IPL 251 Prepaid Recharge Plan
  • এই প্ল্যানটি 60 দিনের জন্য 251 জিবি ডেটা অফার করে
  • পরিষেবামূলক বৈধতা ছাড়া, এটি একটি স্পেশাল ট্যারিফ ভাউচার (STV)
বিজ্ঞাপন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL), তাদের ভারতীয় প্রিপেইড মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে। এটি 251 টাকা দামের একটি স্পেশাল ট্যারিফ ভাউচার (STVs) হিসেবে উন্মোচিত হয়েছে, যার অর্থ হলো এটি কোনো সক্রিয় পরিষেবামূলক বৈধতার সাথে আসেনি। এই সরকারী টেলিকমিউনিকেশন অপারেটর অনুযায়ী, নতুন প্রিপেইড রিচার্জ ভাউচারটির মূল লক্ষ্য হলো দেশের মধ্যে 2025 সালের চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) দর্শকগণ এবং ডেটার সুবিধাগুলি অফার করা।BSNL-এর 251 টাকা প্রিপেইড রিচার্জ ভাউচার: সুবিধাগুলি দেখে নিন:‘IPL 251' নামক BSNL-এর নতুন STV প্লানটির ভারতে দাম 251 টাকা এবং এটি 60 দিনের বৈধতার সাথে 251 জিবি পর্যন্ত ডেটা অফার করে। Fair Usage policy (FUP)-এর অধীনে ব্যবহারকারীরা ডেটা লিমিট পেরিয়ে গেলেও অপরিসীম ইন্টারনেট উপভোগ করতে পারবে, তবে পরে এটির স্পিড কমে 40Kbps হবে।

তবে এটি লক্ষ্য করা বাঞ্ছনীয় যে, 251 টাকার STV প্লানটি তার নিজস্ব কোনো পরিসেবামূলক বৈধতা নেই, তাই এটি ব্যবহার করার জন্য একটি সক্রিয় বেস প্ল্যানের প্রয়োজন।

যাইহোক BSNL একমাত্র কোম্পানি নয় যারা IPL ভিত্তিক কোনো প্রিপেইড রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে। এটির প্রতিযোগী যেমন - এয়ারটেল, রিলায়েন্স জিওর এবং ভোডাফোন আইডিয়াও (VI) ডেটার সুবিধার সাথে এই প্ল্যান নিয়ে এসেছে। জিও 100-টাকার রিচার্জ প্ল্যানটি 90 দিনের বৈধতার সাথে JioHotstar-এ এক সৌজন্যমূলক বিজ্ঞাপন সমর্থিত সাবস্ক্রিপশন অফার করে।

অন্যদিকে এয়ারটেলও JioHotstar-এ সৌজন্যমূলক সাবস্ক্রিপশনের সাথে দুটি নতুন ক্রিকেট প্যাক বের করেছে। 100 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানটি JioHotstar-এ 30 দিনের প্রবেশাধিকার এবং 30দিনের বৈধতার সাথে 5জিবি ডেটা অফার করে। অন্যদিকে 195 টাকার প্ল্যানটি 15জিবি ডেটার সাথে OTT স্ট্রিমিং সার্ভিসটিতে 90-দিনের সাবস্ক্রিপশন অফার করে।

বর্তমানে বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে যে, BSNL ভারতের বিভিন্ন শহর, যেমন-ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, জয়পুর, লখনউ ও পাটনায়, তাদের 5G পরিকাঠামো পরীক্ষামূলকভাবে চালু করেছে। এই টেলিকম অপারেটরটি আসন্ন তিন মাসের মধ্যে তাদের 5G পরিষেবাগুলি উন্মোচন করার পরিকল্পনা করছে। Network as-a-Service (NaaS) মডেল অফার করার মাধ্যমে এটি দিল্লি থেকে শুরু হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 60 দিনের বৈধতার সাথে BSNL নিয়ে এলো 251 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান
  2. Honor 200 Lite 5G-এর উত্তরসূরী হিসেবে উন্মোচিত হয়েছে Honor 400 Lite
  3. 2024 সালের দ্বিতীয়ার্ধের তালিকা অনুযায়ী ভারতে এয়ারটেল সেরা গেমিং অভিজ্ঞতা প্রদান করেছে
  4. সামসাং একটি নতুন ট্যাবলেট সিরিজ নিয়ে এসেছে
  5. 5,500mAh-ব্যাটারী নিয়ে উন্মোচিত হলো Motorola Edge 60 Fusion
  6. প্রকাশিত হলো iQOO Z10X হ্যান্ডসেটটির ডিজাইন এবং কিছু মূল বৈশিষ্ট্য
  7. 7300mAh-ব্যাটারীর সাথে লঞ্চ হয়ে গিয়েছে Vivo Y300 Pro+
  8. ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ‘ডলবি সিনেমা’
  9. প্রেক্ষাগৃহের পর এবার OTT প্ল্যাটফর্মেও মুক্তি পেতে চলেছে তেলেগু কমেডি সিনেমা “রবিন হুড”
  10. Infinix Note 40X 5G-এর উত্তরসূরি হিসেবে উন্মোচিত হয়েছে একদম নতুন Infinix Note 50X 5G
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »