1,999 টাকা রিচার্জে 71 দিন ভ্যালিডিটির অফারের সীমা 15 ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে 29 ফেব্রুয়ারি করা হয়েছে। চলতি মাসে এই রিচার্জ করলে 436 দিন বৈধতা মিলবে।
Photo Credit: BSNL Kerala
1,999 টাকা রিচার্জে 71 দিন অতিরিক্ত বৈধতা পাওয়া যাচ্ছে
জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 1,999 টাকা প্রিপেড প্ল্যানে অতিরিক্ত বৈধতা দিচ্ছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারে 71 দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাচ্ছিল। এবার 29 ফেব্রুয়ারির পর্যন্ত এই অফার রিচার্জ করা যাবে। সম্প্রতি কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা করেছে BSNL।
রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি জানিয়েছে 1 মার্চ থেকে 31 মার্চের মধ্যে 1,999 টাকা রিচার্জে 60 দিন অতিরিক্ত ভ্যালিডিটি পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলের গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে BSNL।
কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে 1,999 টাকা রিচার্জে 71 দিন ভ্যালিডিটির অফারের সীমা 15 ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে 29 ফেব্রুয়ারি করা হয়েছে। চলতি মাসে এই রিচার্জ করলে 436 দিন বৈধতা মিলবে।
1 মার্চ থেকে 31 মার্চের মধ্যে BSNL প্রিপেড গ্রাহকরা 1,999 টাকা রিচার্জে 425 দিন ভ্যালিডিটি পাবেন।
লম্বা ভ্যালিডিটির নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Jio; কী সুবিধা মিলছে?
এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস
1,999 টাকা প্ল্যানে প্রতিদিন 250 মিনিট ভয়েস কল করা যাবে। সঙ্গে রয়েছে প্রতিদিন 3GB ডেটা ও 100 এসএমএস। দিনের 3GB ডেটা শেষ হলে স্পিড কমে 80kbps হয়ে যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Redmi Note 15 Series India Launch Timeline Tipped; Redmi 15C Could Debut This Month