4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 অক্টোবর 2025 18:10 IST
হাইলাইট
  • BSNL এনেছে 225 টাকার রিচার্জ প্ল্যান
  • প্যাকে 30 দিনের জন্য দৈনিক 2.5 জিবি ডেটা পাওয়া যাবে
  • আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100টি SMS ফ্রি

BSNL আনল সিলভার জুবিলি স্পেশাল রিচার্জ প্ল্যান

Photo Credit: BSNL

BSNL গত শনিবার দেশজুড়ে স্বদেশী 4G নেটওয়ার্ক পরিষেবা চালু করেছে। এই বছর সিলভার জুবিলি (25 বছর) উদযাপন করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। সেই উপলক্ষ্যে প্রায় 98,000 টাওয়ারে 4G নেটওয়ার্ক সক্রিয় করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। শক্তিশালী এবং স্বদেশী নেটওয়ার্ক গড়ে তুলতে 37,000 কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। রজত জয়ন্তী উপলক্ষে এবার একটি স্পেশাল রিচার্জ প্ল্যানের ঘোষণা করেছে তারা। 230 টাকারও কম খরচে সংস্থার নতুন প্রি প্রেইড প্ল্যানে 30 দিনের জন্য আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও, প্রতিদিন 2.5 জিবি ডেটা ব্যবহার করতে পারবে গ্রাহকরা। Jio, Airtel, Vi-এর মতো বেসরকারি অপারেটরদের তুলনায় অনেক সস্তায় নতুন প্ল্যানটি নিয়ে আসা হয়েছে।

BSNL-এর 225 টাকার স্পেশাল রিচার্জ প্ল্যানের সুবিধা

বিএসএনএল কেরালা সার্কেলের X (সাবেক টুইটার) পোস্ট থেকে সিলভার জুবিলি স্পেশাল রিচার্জ প্ল্যানের বিষয়ে জানা গিয়েছে৷ এটি কলকাতা সার্কেলেও উপলব্ধ হবে। 225 টাকার প্ল্যানে 1 মাসের জন্য দৈনিক 2.5 জিবি ডেটা পাওয়া যাবে। 30 দিনের হিসেবে 75 জিবি 4G ডেটা। এর সঙ্গে প্রতিদিন 100টি এসএমএস (SMS) ফ্রি থাকবে। অর্থাৎ এই প্ল্যানে 30 দিনের জন্য আনলিমিটেড কলিং, প্রতিদিন 2.5 জিবি ডেটা, ও 100টি এসএমএস পাঠানোর সুবিধা মিলবে।

কম আয়ের মানুষদের কথা মাথায় রেখে 199 টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যানও লঞ্চ করেছে BSNL। এই নতুন প্যাকের মেয়াদ থাকছে 28 দিন। এটি রিচার্জ করলে 4 সপ্তাহ ধরে যত খুশি কথা (আনলিমিটেড কলিং) বলার সুযোগ পাওয়া যাবে। সঙ্গে দৈনিক 2 জিবি ডেটা মিলবে। 28 দিনের হিসেবে মোট 56 জিবি ডেটা ব্যবহার করা যাবে।

আবার যারা বেশি দিনের জন্য অল্প খরচে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন বেশি ডেটা চাইছেন, তাদের জন্য 485 টাকার প্রিপেইড প্ল্যান রয়েছে BSNL-এর। এই প্ল্যানে 72 দিনের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি ডেটা, ও 100টি SMS পাঠানোর সুবিধা মিলবে। দৈনিক ডেটার নির্ধারিত কোটা (2 জিবি) শেষ হয় গেলে ইন্টারনেটের স্পিড নেমে আসবে 40 কেবিপিএস-এ।

4G-এর পর এবার 5G চালুর প্রস্তুতি নিচ্ছে বিএসএনএল। এই বছরের শেষ নাগাদ দিল্লি ও মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে পরিষেবা শুরু হতে পারে। 4G টাওয়ারগুলির সফটওয়্যার আপডেট করলেই তা 5G পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে জানা গিয়েছে। ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে স্বনির্ভর 4G পরিষেবা চালু করেছে। আগে এই কৃতিত্ব সুইডেন, চীন ডেনমার্ক, ও দক্ষিণ কোরিয়ার কাছে ছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Prepaid Plan
Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 4G চালুর পর ধামাকা অফার আনল BSNL, 225 টাকায় সারা মাস 75 জিবি ডেটা ও যত খুশি কথা
  2. দুর্ধর্ষ 200MP ক্যামেরা এবং 6,500mAh ব্যাটারির Vivo V60e লঞ্চ হবে 7 অক্টোবর
  3. Realme 15x 5G সস্তায় 50MP AI সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল
  4. অফার ছাড়াই Nothing Phone 3-এর দাম সরাসরি 40,000 টাকা কমল, কিনবেন নাকি
  5. শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 80W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হল Oppo A6 5G স্মার্টফোন
  6. 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার বাজেট স্মার্টফোন আনছে Realme, র‍্যাম 16 জিবি বাড়ানো যাবে!
  7. 7,000 টাকারও কমে লঞ্চ হচ্ছে Samsung Galaxy M07, লো বাজেটেও দুর্দান্ত ফিচার
  8. Moto X70 Air: আইফোন এয়ারকে টেক্কা! এবার সুপার-স্লিম ফোন আনছে মটোরোলা
  9. সেরা ক্যামেরার Samsung Galaxy S25 FE ফোনের সেল শুরু, পাবেন 5,000 টাকা ছাড়
  10. দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.