ভারতে প্রিপেড গ্রাহকদের জন্য দুটি নতুন প্ল্যান নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। এই দুই প্ল্যানের সাথেই দিনে 10GB 4G ডেটা ব্যবহার করা যাবে। 96 টাকা আর 236 টাকা প্ল্যানের ভ্যালীডিটি যথাক্রমে 28 দিন আর 84 দিন। যে সব সার্কেলে কোম্পানির 4G পরিষেবা রয়েছে শুধু সেখানেই এই দুই প্ল্যান লঞ্চ করছে BSNL। তবে এই প্ল্যানের সাথে শুধু ডেটা ব্যবহার করা যাবে। সম্প্রতি 1098 টাকায় 75 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছিল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।
96 টাকা আর 236 টাকা প্রিপেড প্ল্যানে BSNL গ্রাহকরা দিনে 10GB 4G ডেটা ব্যবহার করতে পারবেন। 96 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। অন্যদিকে 236 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। অর্থাৎ 96 টাকা প্রিপেড প্ল্যানে মোট 280GB আর 236 টাকা প্রিপেড প্ল্যানে মোট 840GB ডেটা ব্যবহার করা যাবে।
Telecom Talk অয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে সব সার্কেলে ইতিমধ্যেই BSNL এর 4G পরিষেবা রয়েছে সেখানে ইতিমধ্যেই এই দুই প্ল্যান শুরু হয়েছে। যদিও এখনও দেশের বেশিরভার অংশেই BSNL এর 2G আর 3G নেটওয়াত্ররক কাজ করে।
তবে 96 টাকা আর 236 টাকা BSNL প্রিপেড প্ল্যানের সাথে কোন কলিং সুবিধা থাকছে না। সিমীত সময়ের জন্য এই দুই প্ল্যান লঞ্চ করেছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। যদিও BSNL ওয়েবসাইটে এখনও এই দুই প্ল্যান দেখা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন