বিনামূল্যে অতিরিক্ত 2GB হাই স্পিড ডেটা দিচ্ছে Jio

নির্বাচিত গ্রাহকদের বিনামূল্যে 2GB ডেটা দিচ্ছে Jio। 5 দিনের মধ্যেই এই ডেটা ব্যবহার করতে হবে। গ্রাহকদের চমক দিতেই এই সুবধা দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি।

বিনামূল্যে অতিরিক্ত 2GB হাই স্পিড ডেটা দিচ্ছে Jio
হাইলাইট
  • 5 দিন অতিরিক্ত ডেটা ব্যবহার করা যাবে
  • নির্বাচিত গ্রাহকদের অতিরিক্ত ডেটা দিচ্ছে কোমানিটি
  • 2GB ডেটা দিচ্ছে
বিজ্ঞাপন

নির্বাচিত গ্রাহকদের বিনামূল্যে 2GB ডেটা দিচ্ছে Jio। 5 দিনের মধ্যেই এই ডেটা ব্যবহার করতে হবে। গ্রাহকদের চমক দিতেই এই সুবধা দিচ্ছে মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি ‘ওয়ার্ক-ফ্রম-হোম' প্যাক নিয়ে এসেছিল মুম্বাইয়ের কোম্পানিটি। সেখানে ডেটা ব্যবহারের 30 দিন বৈধতা পাওয়া যাচ্ছিল।

সম্প্রতি ভারতে ভারতে 98 টাকা প্রিপেড প্ল্যান বাতিল করেছিল Jio। ডিসেম্বরে এই প্ল্যানে বড়সড় পরিবর্তন আনলেও অবশেষে এই প্রিপেড প্ল্যান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাইয়ের সংস্থাটি। এটাই ছিল কোম্পানির 28 সিন ভ্যালিডিটির সব থেকে কম দামের প্রিপেড প্ল্যান। 98 টাকা প্ল্যান বন্ধ হওয়ার ফলে 129 তাকা প্ল্যান থেকে Jio গ্রাহকরা 28 দিন ভ্যালিডিটি পাবেন।

কোম্পানির ওয়েবসাইট ও অফিশিয়াল অ্যাপ থেকে 98 টাকা প্রিপেড প্ল্যান সরিয়ে নিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি। এই প্ল্যানে 28 দিন ভ্যালিডিটির সঙ্গেই 2GB ডেটা ও 300 এসএমএস পাওয়া যেত। সঙ্গে ছিল সব জিও নম্নরে আনলিমিটেড কল করার সুযোগ। অন্য নেটওয়ার্কে কল করতে বিশেষ আইইউসি রিচার্জ বাধ্যতামুলক ছিল। দিনের ডেটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যেত।

98 টাকা প্ল্যান বন্ধ হয়ে যাওয়ার ফলে 28 দিন ভ্যালিডিটির সব থেকে কম দামের রিচার্জ প্ল্যান 129 টাকা। এই প্ল্যানের সঙ্গে 98 টাকা পক্যানের সব সুবিধার সঙ্গেই অন্য নেটওয়ার্কে কল করার জন্য অতিরিক্ত 1000 মিনিট টকটাইম পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে সব জিও অ্যাপ ব্যবহারের সুযোগ।

অন্যদিকে ‘ওয়ার্ক ফ্রম হোম' অ্যাড-অন প্যাকে ৩০ দিন ভ্যালিডিটি দিচ্ছে জিও। গত সপ্তাহেই এই প্যাক নিয়ে এসেছিল দেশের এক নম্বর টেলিকম কোম্পানিটি। প্রিপেড প্ল্যানের উপরে অতিরিক্ত ডেটা ব্যবহারের জন্য এই প্যাক নিয়ে এসেছিল জিও। শুরুতে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল যতদিন প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ততদিন অ্যাড-অন প্যাকের ভ্যালিডিটি পাওয়া যাবে।

১৫১ টাকা, ২০১ টাকা ও ২৫১ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে ৩০জিবি, ৪০জিবি ও ৫০জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে জিও। এই তিনটি অ্যাড-অন অ্যাকের সঙ্গেই ৩০ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। মাইজিও অ্যাপ, কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অথবা যে কোন থার্ড পার্টি রিচার্জ অ্যাপ থেকে জিও অ্যাড-অন প্যাক রিচার্জ করা যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 65 শতাংশ ছাড়! Amazon Prime Day 2025 সেলে সস্তায় মিলবে ফোন, ট্যাব, ল্যাপটপ, টিভি সহ প্রচুর জিনিস
  2. Oppo Reno 14 ও Reno 14 Pro অনবদ্য ক্যামেরা ও AI ফিচার্সের সাথে দেশে লঞ্চ হল, দামে বড় চমক
  3. Instagram অ্যাপেই Spotify-এর গান শুনতে পারবেন, দারুণ ফিচার আনল Meta
  4. আগস্টে লঞ্চের আগেই ফাঁস Realme 15T স্মার্টফোনের প্রচুর তথ্য, থাকবে 12GB RAM
  5. মাত্র 9,499 টাকায় কিনুন Vivo-র নতুন 5G ফোন, এমন সস্তায় এত ফিচার্স পাবেন না
  6. Vivo X200 FE ভারতে 14 জুলাই লঞ্চ হচ্ছে, থাকবে 6,500mAh ব্যাটারি, 50MP সেলফি ক্যামেরা
  7. হেডফোনের জগতে ঝড় তুলে হাজির Nothing Headphone 1, দাম, ফিচার্স জেনে নিন
  8. রেলের নতুন অ্যাপ RailOne চালু হল, টিকিট বুকিং থেকে ট্রেনে খাবার অর্ডার, পাবেন সমস্ত পরিষেবা
  9. Oppo Pad SE অবাক করা প্রযুক্তির সাথে 3 জুলাই ভারতে আসছে, একবার চার্জ দিলে 2 বছর ব্যাটারি টিকবে!
  10. Glyph Matrix-এর সাথে লঞ্চ হল Nothing Phone 3, এমন স্টাইলের ফোন বিশ্বে প্রথম!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »