এয়ারটেল ও জিওকে টক্কর দিতে নতুন এই প্ল্যান আনল আইডিয়া

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 মে 2018 22:13 IST

499 টাকার নতুন এই প্ল্যানে আইডিয়া গ্রাহকরা 82 দিনের জন্য পাবেন 164GB 4G ডাটা

এয়ারটেল ও জিওকে টক্কর দিতে আবার নতুন প্ল্যান লঞ্চ করলো আইডিয়া সেলুলার। 499 টাকার নতুন এই প্ল্যানে আইডিয়া গ্রাহকরা 82 দিনের জন্য পাবেন 164GB 4G/ 3G/ 2G ডাটা। আইডিয়া প্রিপেডের আনলিমিটেড প্ল্যানের আধীনে লঞ্চ করা হয়েছে নতুন এই প্ল্যানটি। হাই স্পিড ডাটা ছাড়াও এই প্ল্যানের অধীনে থাকা আইডিয়ার প্রিপেড গ্রাহকরা পাবেন আনলিমিটেড লোকাল কল ও এসএমএস এর সুবিধা। জিওর 498 টাকা ও এয়ারটেলের 499 টাকার প্ল্যানের সাথেই বাজারে টিকে থাকতে এই প্ল্যান লঞ্চ করল আইডিয়া। প্রসঙ্গত জিওর 498 টাকার প্ল্যানে গ্রাহকরা 91 দিনের জন্য পান 182GB ডাটা আর এয়ারটেল তাদের প্রিপেড গ্রাহকদের 499 টাকার প্ল্যানে 82 দিনের জন্য দেয় 164GB 4G ডাটা।
নতুন এই 499 টাকার প্ল্যানে আইডিয়া তাদের প্রিপেড গ্রাহকদের দিনে 2GB করে ডাটা দেবে। তবে এই সীমা ছাড়িয়ে গেলে গ্রাহকদের প্রতি 10KB তে দিতে হবে 4 পয়সা। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং। যদিও নামে আনলিমিটেড বললেও আসলে এই প্ল্যানের গ্রাহকরা পাবেন দিনে 250 মিনিট ও সপ্তাহে 1000 মিনিট আউটগোইং কল এর সুবিধা পাবেন গ্রাহকরা। এই সীমা অতিক্রম করলে গ্রাহকদের আউটগোইং কলের জন্য প্রতি সেকেন্ডে 1 পয়সা খরচ করতে হবে।
এছাড়াও 499 টাকার এই প্ল্যানে গ্রাহকরা পাবেন ফ্রি ন্যাশানাল রোমিং ও দিনে 100 টি করে লোকাল ও ন্যাশানাল এসএমএস এর সুবিধা। এসএমএস এর সীমা অতিক্রম করে গেলে এই প্ল্যানে গ্রাহকদের লোকাল এসএমএস এ খরচ হবে মেজেস প্রতি 1টা। আর ন্যাশানাল এসএমএস এ এই রেট দাঁড়াবে 1.5 টাকায়।
এয়ারটেলের প্ল্যানেও একই ডাটা সুবিধা পেয়ে থাকেন কোম্পানির প্রিপেড গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটিও 82 দিন। এর সাথেই পাওয়া যাবে আনলিমিটেড কলিং ও দিনে 100 টি লোকাল ও ন্যাশানাল এসএসএস এর সুবিধা আর ফ্রি ন্যাশানাল রোমিং। এছাড়াও এই মাসের শুরুতেই এয়ারটেল লঞ্চ করেছে নতুন 558 টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা 82 দিনের জন্য পাবেন 246GB 4G ডাটা। এর সাথেই অন্য আনলিমিটেড প্ল্যানের মতোই এই প্ল্যানেও রয়েছে অনলিমিটেড ভয়েস কল, দিনে 100 টি লোকাল ও ন্যাশানাল এসএমএম ও ফ্রি ন্যাশানাল রোমিং এর সুবিধা। অন্যদিকে জিও তাদের 498 টাকার প্ল্যানে গ্রাহকদের 91 দিনের জন্য দিচ্ছে প্রতিদিন 2GB 4G ডাটা ব্যাবহারের সুবিধা। এছাড়াও রয়েছে জিওর 448 টাকার প্রিপেড প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন পাবেন 1.5GB 4G ডাটা।
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. গিরগিটির স্টাইলে বদলে যাবে রং, নতুন স্মার্টফোনের নকশায় চমক আনছে iQOO
  2. 32MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Oppo K13s
  3. Amazon সেলে 58,000 টাকার রেকর্ড ছাড়ে Samsung Galaxy S24 Ultra
  4. Meta Ray-Ban Display: চশমাতেই এখন স্মার্টফোনের স্ক্রিন, করা যাবে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ!
  5. Amazon-এর ফেস্টিভ সেলে 12,000 টাকা ডিসকাউন্ট মিলবে OnePlus 13 স্মার্টফোনে
  6. CMF Headphone Pro: চাকা ঘুরিয়ে শব্দ নিয়ন্ত্রণ! পুজোয় আসছে অভিনব হেডফোন
  7. Leica-র দুর্ধর্ষ ক্যামেরায় বাজিমাত করবে Xiaomi 15T, কেমন ফিচার্স থাকবে দেখুন
  8. 6,000mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও 120Hz ডিসপ্লের নতুন 5G স্মার্টফোন আনল Redmi
  9. ChatGPT ব্যবহার করতে লাগবে বয়সের প্রমাণপত্র, কড়া নিয়ম চালু করছে OpenAI
  10. Moto G36 সস্তায় 7,000mAh ব্যাটারি ও 32MP ফ্রন্ট ক্যামেরা সহ বাজারে আসছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.