2019 সালের অক্টোবর মাসে মোট 91 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন। অক্টোবর মাসের শেষে Jio-র মোট গ্রাহক সংখ্যা ছিল 36.43 কোটি।
2019 সালের অক্টোবর মাসের শেষে গোটা দেশে মোট মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ছিল 118.34 কোটি
2019 সালের অক্টোবর মাসে মোট 91 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছেন। অক্টোবর মাসের শেষে Jio-র মোট গ্রাহক সংখ্যা ছিল 36.43 কোটি। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়া প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
উল্লেখযোগ্যভাবে অন্য নেটওয়ার্কে ফোন করতে অতিরিক্ত খচ যুক্ত হওয়া সত্ত্বেও Jio-র গ্রাহক সংখ্যা বেড়েছে। 9 অক্টোবর অন্য নেটওয়ার্কে কল করতে প্রতি মিনিটে অতিরিক্ত 6 পয়সা খরচের ঘোষণা করেছিল মুম্বাইয়ের কোম্পানিটি।
Jio ছাড়াও অক্টোবর মাসে Airtel ও Vodafone Idea-র গ্রাহক সংখ্যা বেড়েছে। গত কয়েক মাস ধরেই এই দুই কোম্পানি হু হু করে গ্রাহক হারাচ্ছিল। অবশেষে অক্টোবর মাসের শেষে নতুন গ্রাহক পেল এই দুই বেসরকারি কোম্পানি।
দেশের বৃহত্তর টেলিকম নেটওয়ার্কে Vodafone Idea তে 2019 সালের অক্টোবর মাসে 1.9 লক্ষ নতুন গ্রাহক যোগ দিয়েছেন। অক্টোবর মাসের শেষে কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ছিল 37.27 কোটি। একই সময়ে 81,974 জন নতুন গ্রাহক Airtel ব্যবহার শুরু করেছেন। অক্টোবর মাসের শেষে Airtel এর মোট গ্রাহক সংখ্যা ছিল 32.56 কোটি।
2019 সালের অক্টোবর মাসের শেষে গোটা দেশে মোট মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ছিল 118.34 কোটি। সেপ্টেম্বর মাসের শেষে এই সংখ্যা ছিল 117.37 কোটি। সম্প্রতি এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে TRAI।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft CEO Satya Nadella Suggests Next-Gen Xbox Will Be Windows PC and Console Hybrid