Jio পুজোর আগে বাম্পার অফার আনল, রিচার্জ করলে 3,000 টাকার ভাউচার ফ্রি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 4 সেপ্টেম্বর 2025 13:27 IST
হাইলাইট
  • Jio গ্রাহকরা 349 টাকার প্ল্যানে 3,000 টাকা মূল্যের ভাউচার পাবেন
  • টানা 12 মাস রিচার্জ করলে 1 মাস ফ্রি পরিষেবা
  • Jio অ্যানিভার্সারি উইকেন্ডে ফ্রি 4G ও 5G আনলিমিটেড ডেটা

Jio নয় বছর পূর্তি উপলক্ষ্যে একঝাঁক অফার এনেছে

Photo Credit: Jio

মুকেশ আম্বানির মালিকানাধীন Jio নতুন নজির স্পর্শ করল। টেলিকম পরিষেবা সরবরাহকারী সংস্থাটি 500 মিলিয়ন বা 50 কোটি গ্রাহকের মাইলস্টোন অতিক্রম করেছে, যা ফ্রান্স, যুক্তরাজ্য, ও আমেরিকার মিলিত জনসংখ্যার থেকেও বেশি। 2016 সালে দেশে ডিজিটাল বিপ্লবের সূচনা হয়েছিল জিওর হাত ধরেই। সেপ্টেম্বর 5 যার নয় বছর পূর্তি। এই জোড়া নজির উদযাপন করতে নতুন এক প্রিপেইড রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে তারা, যেখানে গ্রাহকরা 3,000 টাকা মূল্যের অতিরিক্ত ভাউচার পাবেন। এছাড়াও, Jio অ্যানিভার্সারি উইকেন্ড অফার নিয়ে এসেছে যা গ্রাহকদের আনলিমিটেড ডেটা ব্যবহার করতে দেবে। JioHome গ্রাহকরাও বিশেষ অফার ও বাড়তি সুবিধা পাবে।

অ্যানিভার্সারি উইকেন্ডে ফ্রি আনলিমিটেড ডেটা

সমস্ত Jio গ্রাহকরা সেপ্টেম্বর 5 থেকে সেপ্টেম্বর 7 এর মধ্যে আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবে। 5G স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের অ্যাক্টিভ রিচার্জ প্ল্যান নির্বিশেষে যত খুশি ডেটার অ্যাক্সেস পাবে৷ অন্যদিকে, আনলিমিটেড ডেটা পেতে গেলে 4G গ্রাহকদের 39 টাকার অ্যাড-অন রিচার্জ করতে হবে। তবে এখানে ফেয়ার ইউসেজ ক্যাপ থাকবে। অর্থাৎ নির্দিষ্ট সীমা পর্যন্ত হাই-স্পিড নেট ব্যবহার করা যাবে, তারপর স্পিড কমে যাবে।

349 টাকার সেলিব্রেশন রিচার্জ প্ল্যান

জিও তাদের প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য সেপ্টেম্বর 5 থেকে অক্টোবর 5 পর্যন্ত 349 টাকার একটি বিশেষ প্ল্যান অফার করছে। এখানে আনলিমিটেড 5G ডেটা, 2 জিবি দৈনিক ডেটা এবং জিও ফাইন্যান্সের মাধ্যমে 2 শতাংশ অতিরিক্ত ডিজিটাল গোল্ড অন্তর্ভুক্ত রয়েছে। কোম্পানি জানিয়েছে, যারা টানা 12 মাস 349 টাকার প্ল্যানে রিচার্জ করবে, তারা অতিরিক্ত 1 মাস ফ্রি পাবেন। অর্থাৎ 12 মাসের দামে 13 মাসের পরিষেবা মিলবে।

এছাড়াও, গ্রাহকরা 3,000 টাকার ভাউচারও পাবে, যার মধ্যে এক মাসের জন্য জিওহটস্টার সাবস্ক্রিপশন, এক মাস আনলিমিটেড কলার টিউন সহ জিও সাওয়ান প্রো, জোমাটো গোল্ডের তিন মাস, নেটমেডস ফার্স্টের ছয় মাস, আজিও-তে ফ্যাশন ডিসকাউন্ট, দুই মাসের জিওহোম ট্রায়াল, রিলায়েন্স ডিজিটালে রিচার্জে ক্যাশব্যাক, এবং ইজমাইট্রিপে ট্রাভেল ডিল অর্ন্তভুক্ত রয়েছে।

JioHome সেলিব্রেশন প্ল্যান

নতুন জিওহোম গ্রাহকরা দুই মাসের জন্য 1200 টাকা মূল্যের একটি প্ল্যান অ্যাক্সেস করতে পারবে। এই প্ল্যানে 100টিরও বেশি টিভি চ্যানেল, আনলিমিটেড 30 এমবিপিএস ইন্টারনেট, JioHotstar সহ এক ডজনের বেশি OTT অ্যাপের অ্যাক্সেস, একটি Wi-Fi 6 রাউটার, ও একটি 4K স্মার্ট সেট-টপ বক্স অন্তর্ভুক্ত রয়েছে। তবে এখানেই শেষ নয়, অতিরিক্ত সুবিধাগুলির মধ্যে গ্রাহকরা 2 শতাংশ অতিরিক্ত ডিজিটাল গোল্ড, 3.000 টাকা মূল্যের ভাউচার, ও দুই মাসের জন্য Amazon Prime Lite পাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio, Reliance Jio, Zomato Gold, JioHome
Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy S25 FE লঞ্চ হল, চমক ফিচার্সে, 7 বছর Android আপডেট মিলবে
  2. Tecno Pova Slim 5G: বিশ্বের সবচেয়ে পাতলা ফোন ভারতে হাজির, দাম জেনে নিন
  3. Jio পুজোর আগে বাম্পার অফার আনল, রিচার্জ করলে 3,000 টাকার ভাউচার ফ্রি
  4. ভাঙবে না, ভিজবেও না, মাত্র 6,399 টাকায় দেশের সবচেয়ে সস্তা মিলিটারি ফোন আনল Itel
  5. পুজোর মুখে জোড়া ধাক্কা, জোমাটোর পর খাবার অর্ডার করার খরচ বাড়াল Swiggy
  6. Samsung-এর জোড়া চমক, Galaxy S25 FE ও Galaxy Tab S11 সিরিজ লঞ্চ হচ্ছে আগামীকাল
  7. Motorola Edge 60 Neo ট্রিপল ক্যামেরা, OLED ডিসপ্লে সহ আসছে, পুজোর আগে লঞ্চ হতে পারে
  8. 6,000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল Oppo A5i Pro 5G
  9. পুজোর আগে ফি বাড়িয়ে দিল Zomato, বিরিয়ানি, চাইনিজ অর্ডার করতে 20 শতাংশ বেশি খরচ
  10. বিদ্যুতের গতিতে চার্জ হবে iQOO 15, ডিসপ্লে ও ক্যামেরায় চমকে দেবে সবাইকে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.