জিও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সভায় তাদের কিছু নতুন বৈশিষ্ট্যসম্পন্ন অ্যাপের ঘোষণা করেছেন।তাদের সমস্ত অ্যাপে কোম্পানী AI বৈশিষ্ট্যযুক্ত করতে চলেছেন।যেটির মাধ্যমে কোম্পানী একধাপ এগিয়ে গিয়েছে।অন্যদিকে
কোম্পানী জিও টিভি,জিও এয়ার ফাইবার,জিও কলের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেটিকে ব্যাবহারকারীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও এই সভায় কোম্পানীর নতুন উন্মোচন Hello Jio বৈশিষ্ট্যটির সমন্বয়ে Jio TV OS