উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিকে ব্যবহার করে অগ্রগতির পথে পরিচালিত হতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিকে ব্যবহার করে অগ্রগতির পথে পরিচালিত হতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
হাইলাইট
  • Jio AI ক্লাউডের ওয়েলকাম অফারে ব্যবহারকারীরা 100GB ক্লাউড স্টোরেজ পাবে
  • JioTV+ 860 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং OTT প্ল্যাটফর্মকে একত্রিত ক
  • JioBrain কার্যকারিতা এবং প্রক্রিয়াগুলি নতুন পণ্য এবং পরিষেবাকে বিকাশের
বিজ্ঞাপন

বিগত বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL) লিমিটেডের 47 তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে RIL এর চেয়ারম্যান এবং পরিচালন অধিকর্তা মুকেশ আম্বানি তাদের স্টক হোল্ডারদের উদ্দেশে বক্তব্য পেশ করেন। তিনি কোম্পানীর বিভিন্ন ফিল্ড, যেমন 5g সংযোগ ব্যাবস্থা ,কৃত্রিম বুদ্ধিমত্তা ( AI) , কোম্পানীর টেলিকমিউনিকেশন সহায়ক জিও এবং আরও অনেক কিছুর অগ্রগতির ব্যাপারে বক্তব্য রাখেন এবং এগুলিকে আরো অগ্রসর করার বিষয়ে মন্তব্য করেন। এছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে রিলায়েন্স তাদের নতুন Jio TV OS এবং AI সমর্থিত কিছু পরিষেবার কথা উল্লেখ করেছেন।

বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূল ঘোষণা:

এই অনুষ্ঠানে আম্বানী বলেন যে, তিনি তিনটি পদ্ধতি অনুসরণ করে বিশেষ প্রযুক্তিতে বিনিয়োগ করেছেন -

প্রথম: কোম্পানী অগ্রগতির সাথে তাল মিলিয়ে তাদের ব্যবসায় ,নতুন প্রযুক্তি যুক্ত করতে চলেছে।

দ্বিতীয়: কোম্পানী কোনো তৃতীয় পক্ষের উপর নির্ভরশীল না থেকে নিজেদের পণ্যগুলি উন্নতমানের করার জন্য নিজস্ব প্রযুক্তির উপর মনোনিবেশ করছে।

তৃতীয়: তিনি আরো বলেন যে, তাদের সমস্ত রিলায়েন্স ব্যবসার ক্ষেত্রে তারা একটি AI-স্বদেশী ডিজিটাল অবকাঠামো তৈরি করছেন। কোম্পানী সফটওয়্যার স্ট্যাক তৈরি করেছেন যা সম্পূর্ণ প্রক্রিয়া এবং রিয়েল-টাইম ড্যাশবোর্ডগুলিকে সংযুক্ত করবে।

তিনি দাবি করেন যে ,এই বিশেষ প্রযুক্তির সম্প্রসারণে মাধ্যমে, RIL কোম্পানী ভবিষ্যতে বিশ্বের শীর্ষ ৩০টি কোম্পানির মধ্যে একটি হতে পারে।

জিও এয়ার ফাইবার এবং 5জি:

জিও এর দিকে লক্ষ্য রেখে আম্বানি বলেন যে,টেলিকম সাবসিডিয়ারি 5জি এবং 6g প্রযুক্তির ক্ষেত্রে 150 টিরও বেশী পেটেন্ট অর্জন করেছে।
এছাড়াও ভারতে জিও কোম্পানী 85 শতাংশেরও বেশি 5g রেডিও সেল পরিচালনা করছে। কোম্পানী বর্তমানে তার True 5জি নেটওয়ার্কের মাধ্যমে 130 মিলিয়নের বেশি গ্রাহকদের 5জি তে আপগ্রেড করেছে।

বিগত বছরে কোম্পানীর 5জি সমৃদ্ধ Jio Airfiber , হোম ব্র্যান্ড পরিষেবাটি চালু করা হয়েছিল। সেটির দ্বারা কোম্পানী বর্তমানে 1 মিলিয়ন গ্রাহক অর্জন করেছে।
তাই কোম্পানী এবার এই পরিষেবাটি প্রসারিত করার জন্য পরিকল্পনা করছে।

যেটির মাধ্যমে 100 মিলিয়নেরও বেশি বাড়ি, 20 মিলিয়ন ছোট এবং বড় ব্যবসার ক্ষেত্র ,1.5 মিলিয়ন বিদ্যালয় এবং কলেজে, এবং 7000 হাজারেরও বেশি হাসপাতালের ক্ষেত্রে নিজের বৃদ্ধি ঘটাবে।

জিওব্রেইন:

আম্বানি সভায় AI-চালিত প্ল্যাটফর্ম JioBrain এর উন্মোচন করেছেন।
যেটি কম লেটেন্সি 5G এবং মেশিন লার্নিং (ML) ক্ষমতার দ্বারা নতুন টুল এবং পণ্য তৈরি করতে পারে। JioBrain-চালিত AI প্রযুক্তিগুলিকে তার সমস্ত প্রক্রিয়া এবং ক্রিয়াকলাপের মধ্যে যুক্ত করেছে এবং সম্পূর্ণ কর্যপ্রবাহ তৈরী করছে।

জিও AI ক্লাউডে প্রবেশের অফার:

2024 সের বার্ষিক সভায় মুখেশ আম্বানি Jio AI- cloud অফারটির পরিচয় করান , তিনি জানান এই অফারটির মাধ্যমে গ্রাহকরা 100 জিবি পর্যন্ত ফ্রি ক্লাউড স্টোরেজ পেয়ে যাবেন। কোম্পানীর পক্ষ থেকে এই নতুন অফারটির দিওয়ালিতে লঞ্চ করা হবে।

জিও টিভি+

Reliance Jio Infocomm Limited (RJIL) এর চেয়ারম্যান আকাশ আম্বানি তাদের সম্মেলনে JioTV+ এর কিছু নতুন অফারের সাথে পরিচয় করান। তিনি বলেন নতুন অফারটির জন্য Jio TV+ এর গ্রাহকরা 880 টির ও বেশি HD+ রেজালিউশন যুক্ত টিভি চ্যানেল দেখতে পারবেন।এর পাশাপাশি এটিতে থাকবে বিভিন্ন OTT চ্যানেল যেমন, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি প্লাস হটস্টার ইত্যাদি।

তিনি আরও বলেন যে প্ল্যাটফর্মটি একটি সুপার-ফাস্ট চ্যানেল পরিবর্তন করার অভিজ্ঞতা প্রদান করে থাকে।
এছাড়াও ব্যবহারকারীরা JioTV+এ একবার লগইন করার মাধ্যমে বিভিন্ন OTT অ্যাপ অ্যাক্সেস করতে পারবে।
তবে,পরবর্তীক্ষেত্রে JioTV+ এর মধ্যে গিয়ে আলাদাভাবে নির্দিষ্ট অ্যাপগুলিতে লগইন করতে হবে কিনা, সেই বিষয়ে কোম্পানী এখনো কিছু জানায়নি।

JioTV+ তে একটি সুপারিশ ইঞ্জিন যুক্তি করা হয়েছে, যেটি ব্যবহারকারীর দেখার অভ্যাসের ভিত্তিতে তাদের ব্যক্তিগতকৃত সুপারিশ দিতে থাকে। এছাড়াও আরও একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে যেটি "Catch-Up TV" নামে পরিচিত। যেটি ব্যবহারকারীদের যেকোনো অনুষ্ঠান সম্প্রচারিত হয়ে যাওয়ার পরেও লাইভ টিভি শো দেখার সুযোগ দেবে।এই ফিচারটি সাত দিন পর্যন্ত পুরনো অনুষ্ঠান দেখতে সাহায্য করবে।

জিও টিভি Os এবং Hello জিও:

জিও কোম্পানী Jio Set-Top Box-এর জন্য একটি নতুন অপারেটিং সিস্টেম চালু করেছে যেটি হলো JioTV OS। আম্বানি বলেছেন যে, এটি ব্যাবহারকারীদের দ্রুত, মসৃণ এবং আরো ব্যক্তিগত অভিজ্ঞতা প্রদান করবে।
এটি আলট্রা-HD 4K রেজোলিউশন যুক্ত ভিডিও, Dolby Vision,এবং Dolby Atmos কে সমর্থন করে থাকে।কোম্পানীর মতে এই অপারেটিং সিস্টেমটি বিভিন্ন অ্যাপস, লাইভ TV শো -এর জন্য একটি সাধারণ ইন্টারফেস প্রদান করবে।

জিও তার টিভি অপারেটিং সিস্টেমের সাথে Hello Jio নামে একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত করেছে। ব্যবহারকারীরা জিও রিমোটের মাইক্রোফোন বোতামটি টিপে Hello Jio ব্যবহার করতে পারবে।
এছাড়াও কোম্পানি এখন এটির মধ্যে AI বৈশিষ্ট্যটি যুক্ত করেছে যার ফলে সাধারণ ভাষাগুলি সহজেই বোঝা যায়।

আম্বানি বলেছেন, এটি থেকে JioSTB তে কোনো বিষয় খুঁজে পাওয়া সহজ হবে,কারণ ব্যবহারকারীর অনুরোধ ভয়েস অ্যাসিস্ট্যান্ট দ্বারা কার্য হবে। এছাড়াও, এটি ব্যবহার করে বিভিন্ন OTT প্ল্যাটফর্মে নিজের পছন্দের বিষয়ের তালিকা দেখতে পারবেন।

ভয়েস অ্যাসিস্ট্যান্টটি বিভিন্ন কমান্ডের মাধ্যমে যেমন ‘নেটফ্লিক্স খোলো, বা একটি নির্দিষ্ট সিনেমার নাম ,বা কোনো শো বা গানের নাম ব্যবহার করে চালানো যেতে পারে। এছাড়াও এটির দ্বারা Jio STB- শব্দ এবং আরো অন্যান্য কর্যকে নিয়ন্ত্রণ করা যেতে পারে।

JioTV OS এর এখন স্থান জিও অ্যাপ স্টোর। আম্বানি বলেছেন, একটি বড় ডেভেলপার ইকোসিস্টেম জিও হোমের জন্য কিছু নতুন এবং উদ্ভাবনী অ্যাপ তৈরি করছে। এটিতে গতি ভিত্তিক সুস্থতা , শিশুদের জন্য শিক্ষামূলক বিষয় এবং কেনাকাটা ইত্যাদি আরও অনেক বিষয় থাকতে চলেছে এবং অ্যাপগুলি একটি নির্দিষ্ট ক্যাটালগের মধ্যে যুক্ত থাকবে।এই সমস্ত অ্যাপগুলিতে Jio STB এর মাধ্যমে প্রবেশ করা যাবে।

জিও হোম অ্যাপ:

জিও কোম্পানীর পক্ষ থেকে একটি JioHome অ্যাপ চালু করা হয়েছে। যা কোম্পানির ইন্টারনেট-অফ-থিংস (IoT) সমাধানগুলিকে JioTV OS-এর সাথে একত্রিত করে। এই অ্যাপটি সমস্ত IoT ফিচারের জন্য একটি ব্যক্তিগত নিয়ন্ত্রক রূপে কাজ করতে চলেছে। এটি ব্যবহারকারীদের Wi-Fi, স্মার্ট ডিভাইস এবং আরও অন্যান্য ডিভাইসগুলি কয়েকটি ট্যাপের মাধ্যমে পরিচালনা করতে সাহায্য করবে। এছাড়াও এটির মধ্যে ম্যালওয়্যার সনাক্তকরণ এবং গেস্ট Wi-Fi পরিচয়ের মতো বৈশিষ্ট্যও যুক্ত করা হয়েছে।

জিও ফোনকল AI:

সম্মেলনে RIL এর আরেকটি অন্যতম ঘোষণা ছিল Jio Phone Call AI। যেটির দ্বারা ব্যাবহারকারীরা ফোন করার সময় AI বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবেন। এটি Jio Cloud-এর মাধ্যমে ফোনকলগুলিকে রেকর্ড ও সঞ্চয় করে রাখার ক্ষমতা প্রদান করে থাকে। এবং নিজস্ব অ্যালগরিদম প্রয়োগ করে নিজে থেকেই ট্রান্সক্রাইব করতে পারে।
আম্বানি এও জানান যে,এটি যে কোনো কলের সারাংশ সহ সেটিকে বিভিন্ন ভাষায় অনুবাদও করতে পারে। এছাড়াও এটি ফোনকলগুলিকে অনুসন্ধানকারী এবং অন্যের সাথে ভাগ করার উপযোগী করে তুলবে।

Phone Call AI বৈশিষ্ট্যটির জন্য জিও ব্যাবহারকারীরা একটি আলাদা ফোন নম্বর পাবেন এবং এই নম্বরটি কলের সাথে যোগ করতে পারবেন (কনফারেন্স কল হিসেবে)। এটি হয়ে গেলে একটি স্বাগতম বার্তা বাজতে শুরু করবে। তারপরে ব্যাবহারকারীরা #1 টিপে কলটি রেকর্ডিং এবং ট্রান্সক্রাইব করতে শুরু করতে পারবেন। মাঝে মাঝে AI থেকে ঘোষিত করা হবে যে কলটি রেকর্ড করা হচ্ছে। ব্যবহারকারীরা সাময়িকভাবে ট্রান্সক্রিপশনটি বন্ধ করতে “#2” টিপে সেটি করতে পারবেন। পুনরায় সেটি চালু করার জন্য ব্যাবহারকারীদের “#1” টিপতে হবে। যখন পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে চাইবেন তখন “#3” টিপতে হবে।

জিও সিনেমা:

আম্বানি জিও সিনেমার উন্নতি সম্পর্কেও এখানে আলোচনা করেছেন। তিনি বলেছেন ভারতে 2024 সালে মোট 62 কোটি গ্রাহক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) দেখেছেন।যেটি আগের সমস্ত মৌসুমগুলোর তুলনায় 38 শতাংশ বেশি। তিনি আরও বলেছেন যে, জিও সিনেমাতে 100 দিনেতে 15 মিলিয়ন গ্রাহক পেয়িং সদস্যপদ গ্রহণ করেছে। বর্তমানে,এই প্ল্যাটফর্মটিতে কিছু মূল শো, কিছু নির্বাচিত রিয়ালিটি শো, সিনেমা এবং HBO, Paramount, এবং NBCU-এর কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. অধিক
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বক্স অফিসে সাফল্যের পর এবার OTT প্ল্যাটফর্মে ঝড় তুলতে আসছে তেলেগু সিনেমা রিটার্ন অফ দ্যা ড্রাগন
  2. সম্প্রতি ভারতে দুটি প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে Asus Zenbook A14
  3. এবার নতুন একটি প্ল্যানের সাথে JioHotstar-এ সাবস্ক্রিপশনের সুবিধা নিয়ে এলো জিও কোম্পানি
  4. মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ভারতেও আসতে চলেছে নতুন ফ্লিপ ফোন HMD Barbie Flip
  5. আগামী 14-ই মার্চ Sony LIV-এ আসতে চলেছে দুর্দান্ত সিনেমা Agent
  6. ফ্লিপকার্টে Nothing Phone 3a-সিরিজের হ্যান্ডসেটের উপর থাকছে দারুন অফার
  7. Vivo T3X 5G হ্যান্ডসেটটির উত্তরসূরী হিসেবে ভারতে উম্মোচিত হয়েছে Vivo T4X 5G
  8. প্রকাশিত হলো অতিপ্রত্যাশিত Infinix Note 50X 5G হ্যান্ডসেটটির অফিসিয়াল ডিজাইন
  9. ভারতে লঞ্চ হয়ে গেলো Realme 14 Pro+ 5G-এর একটি নতুন বিকল্প
  10. শুরু হতে চলেছে শাওমি কোম্পানির হোলি সেল
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »