19Mbps ডাউনলোড স্পিড সহ দেশে এক নম্বর স্থানে রয়েছে Jio। এর পরেই 9.3 Mbps ডাউনলোড স্পীড সহ দুই নম্বর স্থানে রয়েছে Airtel। এরপরে 6.8 Mbps ও 6.5 Mbps স্পিড নিয়ে তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে Vodafone ও Idea।
একাধিক বার Jio-র ইন্টারনেট স্পিড ক্রমশ কমে যাওয়ার খবর প্রকাশিত হচ্ছিল। আর সেই সম্য ঘুরে দাঁড়াল Jio । টেলিকম অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI)জানিয়েছে মে মাসে আগের থেকে 30 শতাংশ স্পিড বেড়েছে Jio -র। TRAI জানিয়েছে ২০১৮ সালের মে মাসে Jio –র ডাউনলোড স্পিড ছিল 19Mbps। এপ্রিল মাসে Jio-র ডাউনলোড স্পিড ছিল 14.7 Mbps। ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে Jio-তে 21.3 Mbps স্পিড পাওয়া গেলেও মার্চ ও এপ্রিল মাসে Jio-র স্পিড ক্রমশ কমতে থাকে। অবশেষে মে মাসে 30 শতাংশ স্পিড বেড়ে Jio-র স্পিড হয়েছে 19Mbps। যদিও অন্যন্য মাসের মতোই নিজেদের স্পিড ধরে রাখতে সক্ষম হয়েছে Airtel, Vodafone ও Idea।
MySpeed এর তথ্য অনুযায়ী 19Mbps ডাউনলোড স্পিড সহ দেশে এক নম্বর স্থানে রয়েছে Jio। এর পরেই 9.3 Mbps ডাউনলোড স্পীড সহ দুই নম্বর স্থানে রয়েছে Airtel। এপ্রিল মাসে Airtel এর স্পিড ছিল 9.2 Mbps। এরপরে 6.8 Mbps ও 6.5 Mbps স্পিড নিয়ে তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে Vodafone ও Idea। এপ্রিল মাসে Vodafone এর ডাউনলোড স্পিড ছিল 7.1 Mbps। অন্যদিকে Idea নেটওয়ার্কে এপ্রিল মাসে 7.4 Mbps ডাউনলোড স্পিড পাওয়া গিয়েছিল।
যদিও আপলোড স্পিডে দেশে এক নম্বরে রয়েছে Idea। এপ্রিল মাসে Idea-র আপলোড স্পিড 6.3 Mbps। এর পরেই রয়েছে Vodafone, Jio ও Airtel। এদের আপলোড স্পিড যথাক্রমে 5.2 Mbps, 4.8 Mbps ও 3.8 Mbps।
গত সপ্তাহে TRAI জানিয়েছিল দিল্লিতে Jio-র থেকে 4G স্পিডে এগিয়ে ছিল Airtel। সেই তেশ্তে দিল্লি এলাকায় Airtel এ 8.9 Mbps স্পিড পাওয়া গিয়েছিল। যদিও এই টেস্টে Jio তে 7.3 Mbps এর বেশি স্পিড ওথেনি। এই পরীক্ষায় Vodafone এর স্পিড ছিল 4.9 Mbps। দিল্লি এলাকায় আপলোড স্পিডের দিক থেকে 5.8 Mbps স্পিড নিয়ে এক নম্বরে রয়েছে Vodafone। এর পরেই 2.1 Mbps ও 2 Mbps আপলোড স্পিড নিয়ে দুই ও তিন নম্বরে রয়েছে Jio ও Airtel।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket