কোন ডাটা বেনিফিট ছাড়াই আনলিমিটেড কল ও SMS সুবিধা সহ নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এলো Airtel। নির্বাচিত কিছু সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে। Vodafone ও Jio যখন এই একই দামে আনলিমিটেড ভয়েস কলের সাথে ডাটা সুবিধা দিচ্ছে তখন ডাটা সুবিধা ছাড়াই এই প্ল্যান গুলি লঞ্চ করল Airtel। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা, বিহার ও ঝাড়খন্ড সহ একাধিক সার্কেলে MyAirtel অ্যাপ ও Airtel.in ওয়েবসাইট থেকে এই অফার পাওয়া যাবে।
299 টাকার এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলের সাথেই প্রতিদিন 100 টি করে SMS এর সুবিধা পাবেন। 299 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 45 দিন। হোম ও রোমিং সার্কেল থেকে এই প্ল্যানে ভয়েস কল করা যাবে। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা, বিহার ও ঝাড়খন্ড, গুজরাট, মহারাষ্ট্র ও গোয়া, উত্তরপ্রদেশ পূর্ব, উত্তরপ্রদেশ পশ্চিম ও উত্তরাখন্ড সার্কেলে এই প্ল্যান লঞ্চ করেছে Airtel।
প্রসঙ্গত Airtel এর 199 টাকার রিচার্জ প্ল্যানে 28 দিন ধরে প্রতিদিন 1.4 GB ডাটা, আনলিমিটেড ভয়েস কল আর রোজ 100 টি SMS এর সুবিধা পাওয়া যায়। এছাড়াও 249 টাকার প্ল্যানে রোজ 2GB ডাটার সাথেই একই সুবিধা পাওয়া যায়। এর উপরে 349 টাকার প্ল্যানে রোজ 3GB ডাটার সাথে আনলিমিটেড কল ও রোজ 100 টি SMS এর সুবিধা পাওয়া যায়। এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। এর ফলেই 299 টাকার নতুন এই প্ল্যানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও 299 টাকার প্ল্যানে 45 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
অন্যদিকে Jio গ্রাহকরা 399 টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1.5 GB ডাটার সাথেই আনলিমিটেড কলিং ও রোজ 100 টি SMS এর সুবিধা পান। এর সাথেই কোম্পানির সব প্রিমিয়াম কনটেন্টের অ্যাকসেস পাওয়া যায়। Jio-র 399 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এই একই অফার মাত্র 149 টাকায় 28 দিনের জন্য পাওয়া যায় Jio নেটওয়ার্কে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন