98 টাকার প্যাকটি জিওর প্ল্যানের থেকেও কম খরচে ডেটা দিচ্ছে
বেসরকারি অপারেটর জিও এবং এয়ারটেলকে টক্কর দিতে, রাষ্ট্রায়ত্ত অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) নিয়ে এলো একটি 'ডেটা সুনামি' অফার যাতে 98 টাকার রিচার্জ প্যাকে পাবেন 1.5 জি বি ডেটা, 26 দিনের জন্য। নতুন এই অফারটি ডেটা STV-98 প্যাক দ্বারা এখুনি ভারতের সমস্ত বিএসএনএল সার্কেল জুড়ে উপলব্ধ হবে। মাধ্যমে আসে। বিএসএনএল, 118 টাকার রিচার্জ প্যাক, যার বৈধতা 28 দিন এবং যা আনলিমিটেড ভয়েস কলিং এবং 1 জিবি ডেটা দেয়, চালু করার পরে দিনই 98 টাকার প্যাকটি নিয়ে এলো। তবে, বিএসএনএল, কেরালা ব্যতীত সব সার্কেলের মধ্যে 3G গতির ডেটা প্রদান করে, অন্যদিকে জিও এবং এয়ারটেল 4G গতির ডেটা প্রদান করে।
98 টাকার প্যাকে পাওয়া নতুন সুবিধাদিগুলি হল, বিএসএনএল প্রতি মাসে ডেটা প্রদান করছে প্রতি জিবি মাত্র 2.51 টাকায়। বলা যায় যে এই প্যাকটি, জিওর প্ল্যানের থেকেও কম খরচে ডেটা দিচ্ছে। জিওর 149 টাকার প্যাক যা 28 দিনের জন্য বৈধ এবং প্রতিদিন 1.5 জিবি ডেটা অফার করে, এবং এর ফলে প্রতি জিবিতে খরচ হয় 3.5 টাকা। এয়ারটেলেরও অনুরূপ 149 টাকার প্যাক আছে যাতে প্রতি জিবি তে খরচ দাঁড়ায় 5.3 টাকা। অবশ্য জিও ও এয়ারটেল উভয়েই সীমাহীন ভয়েস কল এবং প্রতিদিন 100 টি করে SMS দেয় যা আপনি 98 টাকার বিএসএনএল প্যাকে পাবেন না।
বিএসএনএল বোর্ডের পরিচালক (সিএম) আর কে মিত্তল বলেন, "গ্রাহকদের প্রয়োজনীয়তার ভিত্তিতে বিএসএনএল সস্তায় কার্যকরী পরিষেবা প্রদান করে।এটি একটি বিশুদ্ধ ডাটা STV যা একটি খুব অর্থনৈতিক হারে প্রতি জি বি মাত্র 2.51 টাকায় ডেটা সরবরাহ করে"।
এর আগে এই মাসেই, বিএসএনএল এর চালু করেছে 118 টাকার প্যাক, রিলায়েন্স জিয়োর 98 টাকার প্যাকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে। এটি আনলিমিটেড ভয়েস কলিং এর সাথে সাথে 1 জিবি ডেটা দেয় 28 দিনের জন্য। প্রিপেড প্যাকটিতে বিনামূল্যে বিএসএনএল সিগনেচার টিউনটি পেতে পারবেন গ্রাহক। অন্যদিকে জিওর 98 টাকার রিচার্জ প্যাকে, আনলিমিটেড ভয়েস কল, 2 জিবি ডেটা এবং 300 টি এসএমএস 28 দিনের মেয়াদে পাওয়া যায় এবং সেইসঙ্গে পাওয়া যায় জিওর অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশন। 118 টাকার বিএসএনএল প্যাক চেন্নাই, তামিলনাডু এবং কলকাতা সার্কেল এ পাওয়া যায়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন