499 টাকার পোস্টপেড প্ল্যানে এবার থেকে গ্রাহকরা 75GB ডাটা পাবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন 100 টি SMS আর আনলিমিটেড কলিং, রোমিং।
Jio ও Vodafone কে টেক্কা দিতে আবার পোস্টপেড প্ল্যানে বদল আনল Airtel। কোম্পানির ‘বেস্ট সেলিং’ 499 টাকার পোস্টপেড প্ল্যানে আগের থেকে 87.5 শতাংশ বেশি ডাটা দিচ্ছে Airtel। সম্প্রতি 649 টাকার প্ল্যানে মাসে 90GB ডাটা দেওয়ার কথা ঘোষনা করেছিল Airtel। এবার 499 টাকার প্ল্যানে Airtel পোস্টপেড গ্রাহকরা মাসে 75GB ডাটা পাবেন। আগে এই প্ল্যানে গ্রাহকরা মাসে 40GB ডাটা পেতেন। সম্প্রতি একাধিক পোস্টপেড প্ল্যান ঢেলে সাজিয়েছে Vodafone। একই সাথে 199 টাকার পোস্টপেড প্ল্যান বাজারে এনেছে Jio।
499 টাকার পোস্টপেড প্ল্যানে এবার থেকে গ্রাহকরা 75GB ডাটা পাবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন 100 টি SMS আর আনলিমিটেড কলিং, রোমিং। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এ কোন দৈনিক বা সাপ্তাহিক লিমিট থাকবে না।
এর সাথেই 499 টাকার প্ল্যানের সাথে গ্রাহক এক বছরের প্রিমিয়াম সাবস্ক্রিপশান পেয়ে যাবেন। এর সাথেই থাকবে Wynk TV সাবস্ক্রিপশান। এর মাধ্যমে গ্রাহক লাইভ টিভি, মুভি ও হ্যান্ডসেট ড্যামেজের সুবিধা পাবেন।
নতুন এই অফার নির্বাচিত কিছু সার্কেলের নির্বাচিত কিছু গ্রাহক ব্যবহার করতে পারবেন। আশা করা হচ্ছে শিঘ্রই সব গ্রাহক এই অফার ব্যবহার করতে পারবেন। তবে কোম্পানির অন্য কোন প্ল্যানে আপাতত বদল আনেনি Airtel।
সম্প্রতি 399 টাকা থেকে 2,999 টাকা পর্যন্ত সব পোস্টপেড প্ল্যান ঢেলে সাজিয়েছে Vodafone। নতুন প্ল্যানে গ্রাহকদের আরও বেশি ডাটা সুবিধার সাথেই একাধিক প্রিমিয়াম কনটেন্টের অ্যাক্সেস দেবে Vodafone। এর মধ্যেই অন্যতম Amazon Prime ও Netflix এর মতো ভিডিও স্ট্রিমিং সার্ভিস। কোম্পানির 299 টাকার প্ল্যানে 20GB ডাটা দিচ্ছে Vodafone।
এছাড়াও সম্প্রতি 199 টাকার পোস্টপেড প্ল্যান লঞ্চ করেছে Jio। এই প্ল্যানে গ্রাহকদের মাসে 25GB ডাটা দেবে Jio। এর সাথেই গ্রাহকরা আনলিমিটেড কলিং ও 100 টি SMS এর সুবিধা পাবেন। এর সাথেই Jio পোস্টপেড গ্রাহকরা কোম্পানির সব প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের জন্য 250 টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। যদিও পরে এই টাকা ফেরৎ পেয়ে যাবেন গ্রাহকরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Dining With The Kapoors OTT Release Date Revealed: Know When and Where to Watch it Online
Stranger Things Season 5 OTT Release Date: Know When and Where to Watch it Online