নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল রাষ্ট্রায়াত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 6GB করে ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন গ্রাহকরা। নতিন এই প্ল্যানের ভ্যালিডিটি 60 দিন। এর আগে 444 টাকার প্ল্যানে প্রতিদিন 4GB ডাটা ব্যবহার করতে পারতেন গ্রাহকরা। তবে সেই প্ল্যানে কোন ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাত না। নতুন এই প্ল্যানে প্রতিদিন 2GB অতিরিক্ত ডাটার সাথেই আনলিমিটেড ভয়েস কলিং ও SMS এর সুবিধা দেবে BSNL। আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলে কোম্পানির 4G সার্ভিস চালু রয়েছে। BSNL এর সব সার্কেলে এই অফার লঞ্চ হয়েছে বলে জানা গিয়েছে।
Jio-র 799 টাকার প্ল্যানের সাথে প্রতিযোগিতা করবে BSNL-এর 444 টাকার প্ল্যান। Jio-র 799 টাকার প্ল্যানে গ্রাহকরা রোজ 5GB ডাটা আনলিমিটেড কলিং আর রোজ 100 টি SMS পান। BSNL-এর 186 টাকা, 429 টাকা, 666 টাকা, 999 টাকার অন্যন্য কম্বো প্যাকগুলিও ঢেলে সাজানো হয়েছে।
186 টাকার প্ল্যানে গ্রাহকরা 28 দিন প্রতিদিন 3GB ডাটা পাবেন। 429 টাকার প্ল্যানে 81 দিন ধরে প্রতিদিন 3GB ডাটা পাওয়া যাবে। 666 টাকার প্ল্যানে 120 দিন ধরে প্রতিদিন 3.5GB ডাটা পাবেন। আর 999 টাকার প্ল্যানে গ্রাহকরা 180 দিন ধরে প্রতিদিন 3GB ডাটা পাবেন।]
শুধুমাত্র মোবাইলের দুনিয়াতেই নয়। Jio ও Airtel কে টেক্কা দিতে ব্রোডব্যান্ডেও একাধিক নতুন প্ল্যান লঞ্চ করেছে BSNL। কোম্পানির ফাইবার কানেকশানে 1,045 টাকা, 1,395 টাকা আর 1,895 টাকার প্ল্যান লঞ্চ করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন