Jio কে টেক্কা দিতে একের পর এক নতুন প্ল্যান নিয়ে আসছে টেলিকম অপারেটার কোম্পানিগুলি। নতুন 227 টাকার প্রিপেড প্ল্যান লঞ্চ করল Idea। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানে আনলিমিটেড কলিং এর সাথে ডাটা ও একাধিক সুবিধা পাবেন Idea গ্রাহকরা।
227 টাকার প্রিপেড প্ল্যানে আইডিয়া গ্রাহকরা রোজ 1.4GB করে 3G/2G ডাটা পাবেন। এর সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং ও রোজ 100 টি করে লোকাল ও ন্যাশানাল SMS। যদিও এই প্ল্যানের প্রধান আকর্ষণ ফ্রিন মিসড কল অ্যালার্ট সাবস্ক্রিপশান ও আনলিমিটেড ডায়ালার টোন সাবস্ক্রিপশান। নতুন এই ফিচার ছাড়া এই প্যাকের সব সুবিধাই Idea-র 199 টাকার প্ল্যানের সাথে এক।
মিসিড কল অ্যালার্ট অ্যাকটিভেট করতে আইডিয়া গ্রাহকদের মাসে 30 টাকা খরচ করতে হয়। 227 টাকার প্ল্যানে এই সুবিধা সারা মাসের জন্য বিনামূল্যে দেবে কোম্পানিটি। এছাড়াও একটি ‘কনটেস্ট বেনিফিট’ চালু করবে Idea। যদিও এই বিষয়ে কোন তথ্য জানায়নি Idea। এছাড়াও 227 টাকার এই প্ল্যানে গ্রাহকদের ফ্রি ডায়ালার টন ব্যাবহারের সুযোগ দেবে আইডিয়া। এর সাথেই গ্রাহকরা যতবার খুশি ডায়ালার টোনের গান বদল করতে পারবেন।
Idea-র 227 টাকার প্রিপেড প্ল্যানে দিনে 250 মিনিট ভয়েস কল করা যাবে। আর সপ্তাহে 1000 মিনিট পর্যন্ত ফোনে কথা বলা যাবে। আপনার নম্বরে এই অফার এসেছে কী না তা My Idea অ্যাপ এ গিয়ে দেখে নিতে পারবেন। এছাড়াও কোম্পানির একাধিক প্রিপেড রিচার্জে আকর্ষনীইয় ক্যাশব্যাক অফার দিচ্ছে Idea।
Airtel এর 129 টাকার প্রিপেড প্ল্যানে ডাটা ও ভয়েস সুবিধার পাশাপাশি গ্রাহকরা বিনামূল্যে হেলো টিউন পান। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের সাথেই 1GB 4G ডাটা ও রোজ 100 টি SMS পাওয়া যায়। Airtel-এর এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
অন্যদিকে 198 টাকায় 28 দিন রোজ 2GB ডাটা দিচ্ছে Jio। এর সাথেই থাকছে আনলিমিটেড কলিং ও SMS এর সুবিধা। প্রসঙ্গত নিজেদের সব প্ল্যানেই বিনামূল্যে কলার টিউন দেয় Jio।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন