এই প্ল্যানের সাথে গ্রাহকরা রোজ 500MB 4G ডাটা আর মোট 300টি SMS এর সুবিধা পাবেন। এর সাথেই 99 টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাবেন। 99 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
এছাড়াও 594 টাকার প্ল্যানে গ্রাহকরা ছয় মাস আনলিমিটেড কল ও ডাটা ব্যবহার করতে পারবেন।
Jio Phone গ্রাহকদের জন্য নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল Jio। নতুন 99 টাকার এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 500 MB ডাটা আর আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। ইতিমধ্যেই বাজারে Jio Phone গ্রাহকদের জন্য রয়েছে 49 টাকা ও 153 টাকার প্ল্যান দুটি রয়েছে। শুক্রবার থেকে Jio Phone মনসুন হাঙ্গামা অফারে পুরনো ফিচার ফোন এক্সচেঞ্জ করলে মাত্র 501 টাকায় Jio Phone বিক্রি শুরু হয়েছে। এই অফারের সাথেই নতুন 99 টাকার প্ল্যান লঞ্চ করেছে Jio। এর সাথেই ছয় মাস ভ্যালিডিটির একটি 594 টাকার প্ল্যান লঞ্চ করেছে Jio। এই প্ল্যানে গ্রাহক ছয় মাস আনলিমিটেড 4G ডাটা ব্যবহার করতে পারবেন।
49 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা মোট 1GB ডাটা পান। এই পরিমান ডাটা যে সব গ্রাহক কম বলে মনে করেন অথচ দিনে 1GB ডাটা প্রয়োজন হয় না সেই গ্রাহকদের জন্য নতুন এই 99 টাকার প্ল্যান লঞ্চ করেছে Jio। এই প্ল্যানের সাথে গ্রাহকরা রোজ 500MB 4G ডাটা আর মোট 300টি SMS এর সুবিধা পাবেন। এর সাথেই 99 টাকার প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এর সুবিধা পেয়ে যাবেন। 99 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
এছাড়াও 594 টাকার প্ল্যানে গ্রাহকরা ছয় মাস আনলিমিটেড কল ও ডাটা ব্যবহার করতে পারবেন। তবে এই প্ল্যানে কোন বিনামূল্যে SMS এর সুবিধা পাবেন না গ্রাহকরা।
মনসুন হাঙ্গামা অফারে পুরনো ফিচারফোন এক্সচেঞ্জ করে মাত্র 501 টাকায় নতুন Jio Phone কেনা যাবে। যে ফোনটি এক্সচেঞ্জ করবেন সেই ফোনটি সঠিক ভাবে চলতে হবে। এর সাথেই ফোনের কোন যন্ত্রাংশ হারিয়ে গেলে এই অফারে সেই ফোন এক্সচেঞ্জ করা যাবে না। এই অফারে নতুন Jio Phone কিনলে কোম্পানি সেই গ্রাহকদের অতিরিক্ত 6GB ডাটা দেবে। নতুন Jio সিম বা পুরনো নম্বর MNP করে এই অফারের সুবিধা নেওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Oppo Reno 16 Series Early Leak Hints at Launch Timeline, Dimensity 8500 Chipset and Other Key Features