Airtel এর পর এবার Redmi Note 7 আর Redmi Note 7 Pro গ্রাহকদের জন্য ডবল ডেটা অফার নিয়ে এল Jio। এই দুই ফোনের গ্রাহকরা 198 টাকা বা তার বেশি রিচার্জে দ্বিগুণ ডেটা পাবেন। My Jio অ্যাপ থেকে 299 টাকা রিচার্জ করলে Redmi Note 7 আর Redmi Note 7 Pro গ্রাহকরা পাবেন 2,400 টাকা ক্যাশব্যাক। এছাড়াও নির্বাচিত কিছু প্ল্যানে এই দুই ফোনের গ্রাহকদের ডবল ডেটা দিচ্ছে Airtel।
চারটি আলাদা রিচার্জে Redmi Note 7 আর Redmi Note 7 Pro গ্রাহকরা ডবল ডেটা অফার পাবেন। Redmi Note 7 সিরিজের গ্রাহকরা কীভাবে Jio ডবল ডেটা পাবেন দেখে নিন।
যখনই ভাউচার রিডিম করুন না কেন প্ল্যানের বৈধতায় কোন পরিবর্তন হবে না।
গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 আর Redmi Note 7 Pro। বুধবার ভারতে বিক্রি শুরু Redmi Note 7। Flipkart আর Mi.com থেকে পাওয়া যাবে এই স্মার্টফোন।
3GB + 32GB স্টোরেজে Redmi Note 7 কিনতে খরচ হবে 9,999 টাকা। 4GB + 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 11,999 টাকা। 6 মার্চ ভারতে বিক্রি শুরু হবে Redmi Note 7 Pro। Mi.com আর Flipkart থেকে এই ফোন কেনা যাবে।
4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এই ফোন কিনতে খরচ হবে 16,999 টাকা। 13 মার্চ ভারতে বিক্রি শুরু হবে Redmi Note 7 Pro। Mi.com আর Flipkart থেকে এই ফোন কেনা যাবে। তিনটি আলাদা রঙের পাওয়া যাবে Redmi Note 7 Pro।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন