প্রতিযোগীদের এক ধাক্কায় অনেকটা পিছিয়ে দিতে রিলায়েন্স জিও বাজারে আনল একশো শতাংশ ক্যাশ ব্যাকের অফার। 1,699 টাকার রিচার্জের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। পাওয়া যাবেও 547.5 জিবি ডাটা।
প্রতিযোগীদের এক ধাক্কায় অনেকটা পিছিয়ে দিতে রিলায়েন্স জিও বাজারে আনল একশো শতাংশ ক্যাশ ব্যাকের অফার।
প্রতিযোগীদের এক ধাক্কায় অনেকটা পিছিয়ে দিতে Jio বাজারে আনল একশো শতাংশ ক্যাশ ব্যাকের অফার। 1,699 টাকার রিচার্জের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। পাওয়া যাবে 547.5 জিবি ডাটা। সেটা অবশ্য এক বছরের হিসেব। প্রতি দিনের হিসেবে মিলবে 1.5 জিবি করে। এর সঙ্গেই দিবাবলী অফার হিসেবে পাওয়া যাবে একশো শতাংশ ক্যাশ ব্যাকের সুযোগ।
1699 টাকার বার্ষিক রিচার্জ
এই নতুন অফারের সুবিধা মিলবে এক বছরের জন্য। 547.5 জিবি ডাটা ছাড়াও বিনা খরচে কথা এবং প্রতিদিন 100 টি করে এসএমএস পাঠানো যাবে। তাছাড়া জিও-র অ্যাপস গুলির সুবিধাও পাবেন গ্রাহকরা।
100 শতাংশ ক্যাস ব্যাক
দিপাবলীর জন্য একশো শতাংশ ক্যাশব্যাকের অফার দিয়েছে জিও। এটা 149, 198, 299, .349, 398,.399, 448, 449 ,498, 509, 799, 999, 1699, 1999, .4999, এবং 9999 টাকার রিচার্জে পাওয়া যাবে। মাই জিও অ্যাপের রিলায়েন্স ডিজিটাল ক্যুপনের সাহায্যে এই ছাড়া পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
iOS 26.2 Beta 1 Rolled Out to Developers With Enhanced Safety Alerts, Reminder Alarms