নতুন কানেকশান নিতে গ্রাহককে নতুন ফর্ম পূরণ করার সাথেই লাইভ ছবি সাথে ঠিকানার প্রমাণ পত্রের ডিজিটাল স্ক্যান দিতে হবে।
আধার কার্ড ছাড়া বিকল্প KYC পদ্ধতি নিয়ে আসছে টেলিকম কোম্পানিগুলি। আপাতত সব নেটওয়ার্ক দুটি করে জায়গায় এই পরিষেবা শুরু করবে। Airtel জানিয়েছে দিল্লি ও মিরাটে নতুন KYC পরিষেবা শুরু হবে। Jio মুম্বাই শহরে দুটি জায়গায় নতুন KYC শুরু করবে। দিল্লি ও বারামতিতে চলবে Vodafone Idea র নতুন KYC শুরুর কাজ।
Tata হরিয়ানার দুটি জায়গায় একই কাজ শুরু করবে। BSNL শুরু করবে তেলেঙ্গানায়। MTNL সিল্লি ও মুম্বাইতে নতুন KYC পদ্ধতি শুরু করবে।
টেলিকম দপ্তর সম্প্রতি আধার ব্যাতি রেখে টেলিকম কোম্পানিগুলিকে ডিজিটাল KYC পদ্ধতি তৈরীর নির্দেশ দিয়েছিল। এবার থেকে নতুন কানেকশান নিতে গ্রাহককে নতুন ফর্ম পূরণ করার সাথেই লাইভ ছবি সাথে ঠিকানার প্রমাণ পত্রের ডিজিটাল স্ক্যান দিতে হবে।
এই পদ্ধতি সঠিক অ্যাপলিকেশান ব্যবহার করে করতে হবে বলে জানিয়েছে টেলিকম দপ্তর। টেলিকম দপ্তর জানিয়েছে, “নতুন এই পদ্ধতিতে একজন গ্রাহককে দিনে দুটির বেশি সিম কার্ড দেওয়া যাবে না।”
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
YouTube Updates Search Filters With New Shorts Option and Simplified Sorting