Caller Name Display: Truecaller অতীত, এবার কল ধরার আগেই ফোনে ভেসে উঠবে কলারের আসল নাম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 অক্টোবর 2025 20:13 IST
হাইলাইট
  • কলিং নেম প্রেজেন্টেশন (CNAP) ব্যবস্থায় কলারের নাম গোপন থাকবে না
  • কল করা ব্যক্তির নাম ভেসে উঠবে মোবাইলের পর্দায়
  • কলারের পরিচয় জানতে থার্ড পার্টি অ্যাপের উপর নির্ভর করতে হবে না

Original Caller Names to Appear on Screen During Incoming Calls

Photo Credit: TRAI

আপনার ফোন নম্বরে কে কল করছে, তা জানার জন্য Truecaller-এর মতো থার্ড পার্টি অ্যাপের উপর আর নির্ভর হয়ে থাকতে হবে না। দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেরটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই (TRAI) অবশেষে কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগ দফতর বা DOT (ডট)-এর এক নতুন প্রস্তাবে অনুমোদন দিয়েছে। কলিং নেম প্রেজেন্টেশন (CNAP) নামক সেই নতুন ব্যবস্থায় কলারের নাম গোপন থাকবে না। অর্থাৎ, আপনার ফোনে কল এলে, শুধু দশ সংখ্যার নম্বর নয়, কল করা সেই ব্যক্তির নামও ভেসে উঠবে মোবাইলের পর্দায়। এর ফলে যেমন সহজে ভুয়ো কল চেনা সম্ভব হবে, তেমনই আর্থিক প্রতারণার ঘটনাও কমবে।

TRAI ভারতে কলিং নেম প্রেজেন্টেশন (CNAP) চালুর অনুমোদন দিল

কলিং নেম প্রেজেন্টেশন বা সিএনএপি একটি সরকারি সমর্থিত কলার আইডি সিস্টেম। সিমের কানেকশন নেওয়ার সময় জমা দেওয়া পরিচয়পত্রে যে নাম থাকবে, তার নম্বর থেকে কল আসার সময় সেই নামটাই দেখতে পাবেন আপনি। কলারদের পরিচয় সংক্রান্ত তথ্য সরাসরি টেলিকম অপারেটরদের ডাটাবেস থেকে আসবে। ফলে তথ্য ভুল হওয়ার কোনও সম্ভাবনা থাকবে না।

মোবাইলে কার ফোন আসছে জানতে পারলে স্প্যাম বা প্রতারণামূলক ঘটনার ঝুঁকি কমবে। তবে নতুন ব্যবস্থাটি ঐচ্ছিক হিসেবে সক্রিয় করা হবে। সমস্ত ফোনে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে ঠিকই, কিন্তু পরিষেবা না নিতে চাইলে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বন্ধ করে দেওয়া যাবে। সে ক্ষেত্রে আপনার কাছে কল এলেও স্ক্রিনে শুধু নম্বর ভেসে উঠবে, কলারের নাম নয়।

Jio, Airtel, Vi, BSNL-দের এখন কলিং নেম ডাটাবেস তৈরি ও সংরক্ষণ করে রাখতে হবে, যেখানে প্রতিটি গ্রাহকের ভেরিফায়েড নাম তাদের রেজিস্টার্ড ফোন নম্বরের সঙ্গে যুক্ত থাকবে। যখন আপনার কাছে কল আসবে, তখন সেই ব্যক্তির সিম অপারেটর ডাটাবেসের তথ্য মিলিয়ে দেখে নিশ্চিত হয়ে আপনাকে তার নাম জানাবে। ফলে আসল পরিচয় গোপন রেখে ঠগবাজি মুশকিল হয়ে পড়বে।

ট্রাই-এর কাছ থেকে নতুন সিস্টেমের সবুজ সংকেত দেওয়ার আগে, কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগ দফতর দেশের কয়েকটি নির্বাচিত শহরে 4G এবং 5G নেটওয়ার্কে কলিং নেম প্রেজেন্টেশন ফিচারটি ট্রায়াল চালিয়েছে। পরীক্ষার সময় বেশ কিছু প্রযুক্তিগত বাধার সম্মুখীন হতে হয়েছিল — যেমন প্রয়োজনীয় সফটওয়্যার প্যাচের অনুপস্থিতি ও নেটওয়ার্ক আপগ্রেডের অভাব। সেই কারণে ট্রায়াল শুধুমাত্র প্যাকেট-সুইচড নেটওয়ার্কে সম্পন্ন করা হয়েছে, যা মোবাইল ডেটা ও VoIP (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) পরিচালনা করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: TRAI, DoT, Calling Name Presentation, CNAP, Caller ID
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C85 Pro স্মার্টফোনের ছবি ফাঁস, সস্তায় পাবেন 7,000mAh ব্যাটারি ও IP69 রেটিং
  2. OnePlus 15 ভারতে লঞ্চ হচ্ছে এই তারিখে, থাকবে 165Hz ডিসপ্লে, 7,300mAh ব্যাটারি
  3. Nothing Phone 3a Lite সস্তায় প্রিমিয়াম ডিজাইন ও সুন্দর ফিচার্সের সঙ্গে লঞ্চ হল
  4. Caller Name Display: Truecaller অতীত, এবার কল ধরার আগেই ফোনে ভেসে উঠবে কলারের আসল নাম
  5. Moto G67 Power 5G লঞ্চ হচ্ছে নভেম্বর 5, থাকবে 7,000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ক্যামেরা
  6. WhatsApp: ফেসবুকের মতো কভার ফটো আপলোডের সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে
  7. iPhone 18 Pro তুলবে DSLR মার্কা ছবি, স্মার্টফোনের ক্যামেরায় আসবে নতুন যুগ?
  8. 6,200mAh ব্যাটারি ও 50MP টেলিফটো ক্যামেরা যুক্ত Redmi স্মার্টফোন বিক্রি হচ্ছে 6,000 টাকা ডিসকাউন্টে
  9. Nothing Phone 3a Lite এর দাম ফাঁস, অবশেষে সস্তায় ফোন আনছে কোম্পানি
  10. OnePlus Turbo ভারতে দুর্দান্ত ফিচার্স নিয়ে আসছে, থাকবে বিশাল 8,000mAh ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.