Vodafone ওয়েবসাইটে জানানো হয়েছে 1,999 টাকায় দিনে 1.5GB ডেটা 4G/3G ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 365 দিন।
1,999 টাকায় এক বছর দিনে 1.5GB ডেটা দিচ্ছে Vodafone
1,999 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। এই প্ল্যানে আনলিমিটেড কল এর সাথেই রোজ 1.5GB ডেটা ব্যবহার করা যাবে। 1,999 টাকা প্ল্যানে র ভ্যালিডিটি 365 দিন। সম্প্রতি 1,699 টাকায় 1GB ডেটা আর আনলিমিটেড কল সহ 365 দিন ভ্যালিডিটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল কোম্পানি। নতুন প্ল্যানে গ্রাহক প্রতিদিন 500MB বেশি ডাটা ব্যবহার করতে পারবেন। আপাতত শুধুমাত্র কেরালা সার্কেলে এই প্ল্যান শুরু হলেও শীঘ্রই সারা দেশের Vodafone গ্রাহকরা 1,999 টাকার প্ল্যান ব্যবহার করতে পারবেন।
Vodafone ওয়েবসাইটে জানানো হয়েছে 1,999 টাকায় দিনে 1.5GB ডেটা 4G/3G ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতা 365 দিন। অর্থাৎ 1,999 টাকায় মোট 547.5GB ডেটা ব্যবহার করা যাবে।
![]()
দিনে 1.5GB ডেটা ব্যবহারের সুবিধা ছাড়াও কোম্পানির অন্যান্য প্ল্যানের মতোই 1,999 টাকা প্রিপেড প্ল্যান এর সাথেও থাকছে আনলিমিটেড ভয়েস কল, রোমিং ও দিনে 100 টি এস এম এস ব্যবহারের সুবিধা।
Vodafone এর মতোই 365 দিন ভ্যালিডিটি প্ল্যান নিয়ে এসেছে Jio ও Airtel। Airtel ও 1,699 টাকায় দিনে 1GB ডেটা ব্যবহার করা যায়। সাথে রয়েছে আনলিমিটেড কলিং। তবে 1,699 টাকায় আনলিমিটেড কলের সাথে দিনে 1.5GB ডেটা দেয় মুকেশ আম্বানির Jio। এই দুটি প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Take-Two CEO Says AI Won't Be 'Very Good' at Making a Game Like Grand Theft Auto