সব গ্রাহকের জন্য নতুন ভ্যালিডিটি রিচার্জ নিয়ে এল Vodafone Idea। নতুন 24 টাকা রিচার্জে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সারা ভারতের সব Vodafone ও Idea গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে কোন ডেটা পাওয়া যাবে না। শুধুমাত্র 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে নতুন প্ল্যানে রাত 11 টা থেকে সকাল 6 টা পর্যন্ত 100 মিনিট বিনামূল্যে কথা বলা যাবে।
আরও পড়ুন: গবেষণা বলছে শিঘ্রই বৃহত্তম নেটওয়ার্কের তকমা পাবে Jio, কিন্তু কবে?
24 টাকা রিচার্জের পরে ডেটা ব্যবহারের সময় প্রতি 10 KB ডেটা ব্যবহারে 4 পয়সা খরচ হবে। রোমিং এ 10 KB ডেটা ব্যবহারে খরচ হবে 10 পয়সা। লোকাল ও ন্যাশানাল কলে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা খরচ হবে। রাত 11 টা থেকে সকাল 6 টা পর্যন্ত 100 মিনিট বিনামূল্যে কথা বলা যাবে। Vodafone থেকে Vodafone অথবা Idea থেকে Idea নেটওয়ার্কে কল করলে এই ফ্রি টকটাইম ব্যবহার করা যাবে। প্রত্যেক SMS করতে 1 টাকা খরচ হবে।
আরও পড়ুন: Jio –র চাপে জর্জরিত Airtel নিয়ে এল লম্বা ভ্যালিডিটির নতুন দুটি প্রিপেড প্ল্যান
আরও পড়ুন: এবার আসছে Redmi Go, দেখে নিন স্পেসিফিকেশান
এই প্ল্যানের সাথে কোন টকটাইম অথবা ডেটা পাওয়া যাবে না। প্ল্যান শেষের সময় অ্যাকাউন্টে 24 টাকা ব্যালেন্স থাকলে নিজে থেকে আরও 28 দিন ভ্যালিডিটি শুরু করে দেবে কোম্পানি। MyVodafone অ্যাপ থেকে সব প্রিপেড গ্রাহকজ এই রিচার্জ করতে পারবেন।
আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?
23 টাকা রিচার্জে 28 দিন ভ্যালিডিটি দেয় Airtel। এই প্ল্যানে লোকাল ও ন্যাশানাল কলে প্রতি সেকেন্ডে 2.5 পয়সা খরচ হয়। লোকাল SMS 1 টাকা আর ন্যাশানাল SMS করতে 1.5 টাকা খরচ হয়।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন