2018 সালের নভেম্বর মাসের শেষে Jio –র মোট গ্রাহক সংখ্যা ছিল 27.16 কোটি। সেই মাসে মোট 88.01 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছিলেন।
2019-20 অর্থবর্ষের শেষে ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্কের তকমা পাবে Jio। বৃহস্পতিবার এই কথা জানিয়েছে ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ।
আরও পড়ুন: Jio অফার: লম্বা ভ্যালিডিটির দুটি নতুন প্ল্যান নিয়ে হাজির Jio
সপ্রতি এক প্রেসেন্টেশানে এই সংস্থা জানিয়েছে 2018-19 আর্থিক বছরে প্রতি মাসে 1 কোটি নতুন গ্রাহক যোগ করবে Jio। এর পরে 2019-20 আর্থিক বছরে প্রতি মাসে 70 লক্ষ নতুন গ্রাহক Jio ব্যবহার শুরু করবেন।
আরও পড়ুন: এই ওয়েবসাইটগুলি ব্লক করে দিয়েছে Jio
“মোট গ্রাহকের নিরিখে 2020 সালে সমানে সমানে লড়াই হবে। সেই সময় টেলিকম বাজারের 30 শতাংশের বেশি দখল নেবে Jio।” বলেন সংস্থার সহ প্রধান তনু শর্মা।
আরও পড়ুন: ঘাড়ে Jio, জলের দরে এক বছর ভ্যালিডিটি দিচ্ছে BSNL
TRAI এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2018 সালের নভেম্বর মাসের শেষে Jio –র মোট গ্রাহক সংখ্যা ছিল 27.16 কোটি। সেই মাসে মোট 88.01 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কে যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio
এই মুহুর্তে গ্রাহক সংখ্যার নিরিখে বারতের এক নম্বর সার্ভিস প্রোভাইডার Vodafone Idea। কোম্পানির মোট গ্রাহক সংখ্যা 42.11 কোটি। নভেম্বর মাসে 65.26 লক্ষ গ্রাহক হারিয়েছে Vodafone Idea।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S26 Ultra Wallpaper Leak Hints at Possible Colour Options
BSNL Gains 2 Million Users While Vi Loses 3 Million Subscribers in October, TRAI Data Reveals