Vi 299 টাকা থেকে শুরু প্ল্যানে আনলিমিটেড 5G দিচ্ছে
Photo Credit: Vi
Vodafone Idea (Vi) তাদের 5G পরিষেবার মানচিত্রে দেশের আরও 23টি শহরকে অর্ন্তভুক্ত করার কথা ঘোষণা করেছে। পর্যায়ক্রমে সম্পূর্ণ হবে এই কাজ। তালিকায় রয়েছে এই রাজ্যের কলকাতা ও শিলিগুড়ির নাম। চলতি বছরের মার্চ-এপ্রিলে টেলিকম সংস্থাটি যে সমস্ত শহরে 5G চালু করার কথা জানিয়েছিল, সেখানে পশ্চিমবঙ্গের নাম ছিল না। তখন Vi যুক্তি দিয়েছিল, যে শহরগুলিতে তাদের ডেটা বেশি ব্যবহার হয়, সেই অনুযায়ী 5G পরিষেবা চালু করা হবে। জুনের শুরুতে বেঙ্গালুরুতে কোম্পানির 5G পরিষেবা সম্প্রসারণের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে কলকাতা ও শিলিগুড়ির গ্রাহকদের অপেক্ষার অবসান ঘটল। তবে রাজ্যের অন্যত্র কবে চালু হবে, তা এখনও জানা যায়নি। এর আগে, দিল্লি, মুম্বাই, পাটনা এবং চণ্ডীগড়ে Vi 5G নেটওয়ার্ক উপলব্ধ ছিল। কোম্পানির আনলিমিটেড 5G রিচার্জ প্ল্যানের দাম 299 টাকা থেকে শুরু হচ্ছে।
Vi এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে যে তারা তাদের 5G পরিষেবা 23টি নতুন ভারতীয় শহরে সম্প্রসারিত করছে। এই পরিষেবাটি কলকাতা, শিলিগুড়ি, ঔরঙ্গাবাদ, আগ্রা আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, কোঝিকোড়, দেরাদুন, কোচিন, ইন্দোর, জয়পুর, লখনউ, মাদুরাই, মালাপ্পুরম, মীরাট, নাগপুর, নাসিক, পুনে, রাজকোট, সোনেপত, সুরাট, ত্রিবান্দ্রম, ভদোদরা এবং ভাইজ্যাগে উপলব্ধ হবে।
কোম্পানি আরও জানিয়েছে, Vi-এর 5G নেটওয়ার্কে নতুন যোগ হওয়া 23টি শহরই ভারতে তাদের 17টি প্রায়োরিটি সার্কেলকে অন্তর্ভুক্ত করবে। এই সমস্ত শহরগুলিতে 5G পরিষেবা পর্যায়ক্রমে রোল আউট বা কার্যকর করা হবে। পরিষেবা চালু হয়ে গেলে, এই শহরগুলির ব্যবহারকারীরা যাদের 5G স্মার্টফোনে Vi-এর 5G নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন।
ভি 299 টাকা থেকে শুরু করে 28 দিনের মেয়াদের প্রিপেইড প্ল্যানগুলিতে আনলিমিটেড 5G ডেটা অফার করছে। আনলিমিটেড 5G ডেটা সহ অন্যান্য প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলির মধ্যে রয়েছে 349 টাকা, 365 টাকা, 579 টাকা, 649 টাকা, 859 টাকা, 979 টাকা এবং 3,599 টাকা। অন্যদিকে, পোস্টপেইড 5G প্ল্যানগুলির দাম 451 টাকা থেকে শুরু হয়ে 1,201 টাকা পর্যন্ত যায়।
ভোডাফোন আইডিয়ার দাবি, কম শক্তি ব্যবহার করে নেটওয়ার্ক উন্নত করার জন্য তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সমর্থিত সেলফ-অর্গানাইজিং নেটওয়ার্কস (SON) প্রযুক্তি ব্যবহার করছে। এটি কার্যকর করতে, Nokia, Ericsson ও Samsung এর মতো সংস্থার সাথে হাত মিলিয়েছে তারা। পূর্বে, এই বছরের আগস্টের মধ্যে 17টি প্রায়োরিটি সার্কেলে 5G পরিষেবা আনার পরিকল্পনা প্রকাশ করেছিল টেলিকম কোম্পানিটি।
উল্লেখ্য, বর্তমানে বিপুল লোকসানের বোঝা মাথায় নিয়ে পরিষেবা চালিয়ে যাচ্ছে ভোডাফোন আইডিয়া। সরকারের থেকে আর্থিক সাহায্য না পেলে আগামী বছর মার্চের মধ্যে পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কার কথা শুনিয়েছে তারা। সংস্থার ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছেন না বিশেষজ্ঞরা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.