Huami Amazfit Bip Lite তে থাকছে 1.28 ইঞ্চি অলওয়েস অন ডিসপ্লে। এই স্মার্টওয়াচে একাধিক অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে। কোম্পানি জানিয়েছে কার্ডিও, সাইক্লিং, ও রানিং ট্র্যাক করতে পারবে এই স্মার্টওয়াচ।
কোম্পানির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ছবিতে জানানো হয়েছে আগামী 24 জুলাই ভারতে এই দুটি স্মার্টওয়াচ লঞ্চ হবে। যদিও এই ছবিতে জানানো হয়নি ঠিক কোন দুটি স্মার্টওয়াচ এই দিন ভারতে লঞ্চ হবে।