Huami Amazfit Bip Lite তে থাকছে 1.28 ইঞ্চি অলওয়েস অন ডিসপ্লে। এই স্মার্টওয়াচে একাধিক অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে। কোম্পানি জানিয়েছে কার্ডিও, সাইক্লিং, ও রানিং ট্র্যাক করতে পারবে এই স্মার্টওয়াচ।
Huami Amazfit Bip Lite তে থাকছে 1.28 ইঞ্চি অলওয়েস অন ডিসপ্লে
ভারতে লঞ্চ হল Huami Amazfit Bip Lite। লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে এই স্মার্টোয়েচে এক চার্জে 45 দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে। সাইকেল চালানো ও দৌঁড়ানো ট্র্যাকিং এর জন্য এই ডিভাইসে থাকছে বিশেষ পিপিজি হার্ট রেট সেন্সর। Android ও iOS এর সাথে কাজ করবে Amazfit Bip Lite। ভারতে শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে Xiaomi -র সাব ব্র্যান্ড Huami -র স্মার্টওয়াচ।
Huami Amazfit Bip Lite তে থাকছে 1.28 ইঞ্চি অলওয়েস অন ডিসপ্লে। এই স্মার্টওয়াচে একাধিক অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে। কোম্পানি জানিয়েছে কার্ডিও, সাইক্লিং, ও রানিং ট্র্যাক করতে পারবে এই স্মার্টওয়াচ।
এই স্মার্টওয়াচে অপ্টিকাল পিপিজি সেন্সর ব্যবহার করেছে Huami। এই সেন্সরের মাধ্যমে হার্ট রেজ মনিটর করা যাবে।
এর সাথে ফিটনেস সম্পর্কিত একাধিক ফিভার থাকছে এই স্মার্টওয়াচে। কানেক্টেড মোবাইল ডিভাইসের ভয়েস কল ও মেসেজের নোটিফিকেশন পাওয়া যাবে Amazfit Bip Lite এ। থাকছে তিন অ্যাক্সিস এক্সিলেরোমিটার, ব্যারোমিটার, কম্পাস।
30 মিটার পর্যন্ত জলের তলায় সঠিকভাবে কাজ করবে এই স্মার্টফোন। Amazfit Bip Lite এর ওজন 32 গ্রাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Vivo X200T Leak Reveals Detailed Specifications Including MediaTek Dimensity 9400+ SoC, 6,200mAh Battery