ভারতে Asus ZenFone Max M2 এর দাম শুরু হচ্ছে 9,999 টাকা থেকে। এই দামে Xiaomi, Honor ও Realme -র একাধিক স্মার্টফোনের থেকে কতোটা এগিয়ে বা পিছিয়ে এই ফোন। উত্তর জানার জন্যই Asus ZenFone Max M2 রিভিউ করেছি আমরা।
edmi Note 6 Pro কে বেগ দিতে Asus এর বাজি ZenFone Max Pro M2। তবে ZenFone Max Pro M2 তে রয়েছে বেশি শক্তিশালী Snapdragon 660 চিপসেট। 12,999 টাকায় এই ফোন কতটা পুষ্টিকর? দেখে নেওয়া যাক।
দুটি ফোনেই রয়েছে Snapdragon 600 সিরিজের চিপসেট। Redmi Note 6 Pro ফোনে তুলনামুলক পুরনো Snapdragon 636 চিপসেট ব্যবহার হয়েছে। তবে Asus ZenFone Max Pro M2 ফোনে থাকছে অপেক্ষাকৃত শক্তিশালী Snapdragon 660 চিপসেট।